নান্দাইল (ময়মনসিংহ) উপজেলা সংবাদদাতা
ময়মনসিংহের নান্দাইল উপজেলার শেরপুর ইউনিয়নের রাজাবাড়ীয়া গ্রামের সহোদর হত্যা মামলার অন্যতম হুকুমের আসামি আব্দুল গফুর (৫০) কে গ্রেফতার করেছে নান্দাইল মডেল থানা পুলিশ। আব্দুল গফুর একই গ্রামের ইজ্জত আলীর ছেলে। গফুর পৌরসভার পুরহরি গ্রামে আত্মগোপনে ছিল। গোপন সংবাদের ভিত্তিতে গতকাল শনিবার সকালে থানা পুলিশ ধাওয়া করে গ্রেফতার করে। উল্লেখ্য, ২০১৪ সনের ১০ অক্টোবর পূর্ব শত্রুতার জের ধরে মারামারির ঘটনায় মৃত সরাফত আলীর ছেলে স্বপন মিয়া (৩৫) ও তার বড় ভাই তফাজ্জল হোসেন (৪০) ঘটনাস্থলেই নিহত হয়।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন