শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভ্যন্তরীণ

সড়কের ইট তুলে বাড়ির প্রাচীর নির্মাণ

প্রকাশের সময় : ২৩ অক্টোবর, ২০১৬, ১২:০০ এএম

ফরিদপুর জেলা সংবাদদাতা

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা সদরে বিএস ডাঙ্গী গ্রামে মৃত সেক করিমের ছেলে সেক শহীদ বসতভিটে ঘেষে সরকারি রাস্তার ইট তুলে বাড়ির দেয়াল প্রাচীর নির্মাণ করে রাস্তা দখল করছেন বলে অভিযোগ এলাকারবাসীর। উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শফি উদ্দিন খালাসী বাড়ির উত্তর পার্শ্বে ওই দখলদার সরকারি রাস্তার উপর দিয়ে দেয়াল প্রাচীর নির্মাণ কাজ অব্যাহত রেখে প্রায় অর্ধেক কাজ সম্পন্ন করেছে। সরেজমিনে গিয়ে জানা যায়, চরভদ্রাসন ইউপি চেয়ারম্যান মো. আজাদ খান, ৭নং ওয়ার্ড মেম্বার মো. ফজলুর রহমান খান ও মুক্তিযোদ্ধা শাহজাহান মৃধা রাস্তা দখল করে দেয়াল প্রাচীর নির্মাণ কাজ বন্ধ রাখার জন্য বার বার অনুরোধ করার পরও দখলদার কর্ণপাত করছে না। খবর পেয়ে চরভদ্রাসন থানার এএসআই আজিজুর রহমান ঘটনাস্থলে গিয়ে সরকারি রাস্তা দখল করে দেয়াল প্রাচীর নির্মাণ কাজ সাময়িক বন্ধ করেন। তবে দখলদার সেক শহীদ জানায়, “আমার দলিলি সম্পত্তির উপর দিয়ে সরকারি রাস্তা নির্মাণ করা হয়েছিল, তাই রাস্তার কিছু অংশের ইট তুলে দেয়াল প্রাচীর নির্মাণ করছি’। আর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) পারভেজ চৌধুরী বলেন, “আমি ঢাকায় ছিলাম, অফিসে এসে ব্যবস্থা নেব”।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন