পার্বতীপুর পৌরশহর পরিচ্ছন্ন রাখতে বর্জ্য ব্যবস্থাপনার মাধ্যমে উচ্ছিষ্ট সংরক্ষণ ও রিসাইক্লিন করে জৈবসার ও পণ্য নির্মাণের প্রচারনা চালাতে প্রায় ১ হাজার পৌর নাগরিক ট্রাক ও ভ্যান র্যালিতে অংশ নেয়। র্যালির সমস্ত ভ্যান নানা সেøাগান সম্বলিত বিভিন্ন প্লাকার্ড ও ফেসটুন প্রদর্শন করে। পৌরসভা ও ল্যাম্ব হাসপাতালের সবুজ বাংলা গ্রিন প্রকল্প গতকাল শনিবার এ কার্যক্রম পরিচালনা করেন। সকাল ১০টার সময় পৌরসভা ভবন থেকে র্যালিটি পার্বতীপুর শহর হয়ে বাইপাস সড়ক ও ল্যাম্ব হাসাপাতাল দিয়ে পার্বতীপুর পৌর স্টেডিয়ামে গিয়ে শেষ হয়। সেখানে ওয়ার্কিং কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেনের সভাপতিত্বে একটি সচেতনতা মূলকসভা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন, প্রজেক্ট ম্যানেজার স্টুয়ার্ড শুভেন্ধু খান, টেকনিক্যাল কো-অর্ডিনেটর আব্দুস ছাত্তার, পৌর কাউন্সিলর রুস্তম আলী, আবুল কালাম আজাদ, মালেকা জালাল ওয়ার্কিং গ্রæপের সাধারণ সম্পাদক তুষারসহ শ্যামল ক্লাবের বিভিন্ন স্তরের সদস্য। সভা শেষে সচেতনতা মুলক ‘সুখপাড়া’ নামক একটি নাটক অনুষ্ঠিত হয়।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন