শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভ্যন্তরীণ

অশ্লীল নৃত্য ও মদপানের অভিযোগে যুবলীগ নেতাসহ গ্রেফতার ৮

আরিচা সংবাদদাতা | প্রকাশের সময় : ৫ ডিসেম্বর, ২০২১, ১২:০৩ এএম

শিবালয়ে অশ্লিল নৃত্য আয়োজন, মাদকসেবন ও হৈহুল্লোর করে গণ-উপদ্রব সৃষ্ঠির অভিযোগে স্থানীয় যুবলীগনেতাসহ ৮ তরুন-তরুনীকে পুলিশ গ্রেফতার করে কোর্টে
চালান দিয়েছে।
মহাদেবপুর ইউনিয়ন যুবলীগনেতা কাউছার আমম্মেদ ও অন্যরা অশ্লীল নৃত্যসহ অসামাজিক কার্যকলাপ চালায়। ইতোপূর্বে কাউসার নারীসহ পাটুরিয়া পদ্মা রিভার-ভিউ হোটেলে অবস্থান কালে পুলিশের
হাতে আটক হয়।
পুলিশ জানায়, স্থানীয় লোকজনের অভিযোগের ভিত্তিতে গত বৃহস্পতিবার রাতে উপজেলার বাগজান গ্রামের পরিত্যক্ত ভিটায় অনুষ্ঠান আয়োজনের নামে অশোভন নৃত্য ও মদপাণের আসর বসায়। ডেকসেটে উচ্চস্বরে গানবাজনায় এইচএসসি পরীক্ষার্থীসহ স্থানীয়রা অতিষ্ঠ হয়ে পড়েন।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে এহেন অনুষ্ঠান আয়োজক যুবলীগনেতা কাউছার আমম্মেদ (৩২), সুমন মোল্লা (২০), জীবণ মিয়া (২০), নাসির উদ্দিন (৩৫), সোলায়মান মিয়াকে (২০) গ্রেফতার করা হয়। ভাড়াটে নৃত্য শিল্পী পরিচয়ে
সিনথিয়া আক্তার (১৮), মারিয়া (২০) ও যুথি আক্তরসহ (১৮) আটজনকে গত শুক্রবার কোর্টে প্রেরণ করা হয়।
শিবালয় থানার ওসি মো. ফিরোজ কবির জানান, এসব আয়োজনের মূল হোতা স্থানীয় কয়েক জন জনপ্রতিনিধির হাত রয়েছে। মামলার তদন্ত চলছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন