মঙ্গলবার ১৯ নভেম্বর ২০২৪, ০৪ অগ্রহায়ণ ১৪৩১, ১৬ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভ্যন্তরীণ

পুলিশের সঙ্গে সংঘর্ষে কাশ্মীরি তরুণ নিহত

প্রকাশের সময় : ২৩ অক্টোবর, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের বাড়গাম জেলায় পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষে এক তরুণের প্রাণহানি হয়েছে। এছাড়া বিভিন্ন স্থানে জুমার নামাজের পর পুলিশের সাথে মুসল্লিদের সংঘর্ষের খবর পাওয়া গেছে। পুলিশের দাবি, ওই তরুণ হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছে। তবে স্থানীয় জনগণ জানিয়েছেন, কাঁদানে গ্যাসের কারণেই তার মৃত্যু হয়। গত শুক্রবার চলমান আন্দোলনের ১০৫তম দিনে জুমার নামাজের পর জেলার নাসরুল্লাহ পোরা এবং মিরগুন্ড গ্রামে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। স্থানীয় পুলিশের এক মুখপাত্র জানিয়েছেন, নিহত তরুণের নাম জুনায়েদ আহমেদ। তাকে গুরুতর অবস্থায় ঝিলাম ভ্যালি কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই তার মৃত্যু হয়েছে। হাসপাতালের ডাক্তারদের বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, তার শরীরে আঘাতের কোনও চিহ্ন নেই। হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হয়। তবে স্থানীয়রা অভিযোগ করেন, কাঁদানে গ্যাসের কারণে দম বন্ধ হয়ে ওই তরুণ মারা গেছে। পুলিশ জানিয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য জেলার নওহাট্টা এলাকায় কারফিউ-র মতো নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। ট্রিবিউন ইন্ডিয়া।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন