শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

বরুড়ার ডেউয়াতলী পুরুষশূন্য

প্রিজাইডিং অফিসারকে মারধরের মামলায় আটক ৭

বরুড়া (কুমিল্লা) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৬ ডিসেম্বর, ২০২১, ১২:০৭ এএম

কুমিল্লার বরুড়ায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রিজাইডিং অফিসার ও পুলিশকে মারধর ভাঙচুরের মামলায় ৭ জনকে গ্রেফতার করে বরুড়া থানা পুলিশ। সরেজমিনে গতকাল দেখা যায়, গ্রেফতার আতঙ্কে বর্তমানে ডেউয়াতলী এলাকা পুরুষ শ‚ন্য অবস্থায় আছে। গত ২৮ নভেম্বর ইউনিয়ন পরিষদ নির্বাচনে বরুড়া উপজেলার ঝলম ইউনিয়নের ডেউয়াতলী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট গ্রহণের সময় ২ মেম্বারপ্রার্থী ও তাদের সর্মথকরা কেন্দ্র দখলের চেষ্টা করে। এ সময় তারা কেন্দ্রের আসবাবপত্রে ব্যাপক ভাঙচুর ও ব্যালট ছিনিয়ে নেয়ার চেষ্টা চালায়। কেন্দ্রের দায়িত্বে থাকা প্রিজাইডিং অফিসার গোলাম সারোয়ার ও পুলিশের উপ-পরিদর্শক আবু হানিফ বাধা দিলে তাদের দু’জনকে কুপিয়ে জখম করে। ব্যালট পেপার ছিনিয়ে নেয়ার সময় দায়িত্বরত পুলিশ টিয়ার শেল নিক্ষেপ করে এক পর্যায়ে অবস্থার অবনতি দেখে কেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত করে। আহতদের তাৎক্ষনিক হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। এই ঘটনায় সহকারী প্রিজাইডিং অফিসার মহেশপুর আজিজিয়া উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক মো. অহিদুল ইসলাম বাদী হয়ে বরুড়া থানায় ১১ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত নামা ২০/২৫ জনের নামে মামলা দায়ের করে। মামলার এজাহার নামীয় ৭ আসামি কে গ্রেফতার করেছে বরুড়া থানার এসআই মো. আনিছুর রহমান। গ্রেফতারকৃতরা হলেন সাইফুল, শাহীন, কাদির রহমান, সাদ্দাম, খায়ের, এবং আহসান। বরুড়া থানার ওসি ইকবাল বাহার মজুমদার বলেন, এ পর্যন্ত বরুড়া থানা পুলিশ ৭ জনকে আটক করেছে। পুলিশের ভয়ে এলাকা পুরুষ শ‚ণ্য হয়ে পড়েছে। বাকিদেরকে ধরার চেষ্টা অব্যাহত আছে। কাউকে ছাড় দেয়া হবে না। প্রকৃত অপরাধীদের আইনের আওতায় আনা হবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন