বুধবার, ০১ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১, ২১ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

সাগরে ট্রলার ডুবির কারণে চরফ্যাশনের ২২ জেলে নিখোঁজ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৬ ডিসেম্বর, ২০২১, ৫:১৫ পিএম | আপডেট : ৫:১৬ পিএম, ৬ ডিসেম্বর, ২০২১

ঘূর্ণিঝড় জাওয়াদের কবলে পড়ে বঙ্গোপসাগরে মাছ ধরার সময় ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। এতে ২২ জেলে নিখোঁজ হয়েছেন। ভোলার চরফ্যাশনে সোমবার মধ্যরাতে ঝড়ের কবলে পড়ে কামাল খন্দকারের মাছ ধরার ফিশিং ট্রলার ডুবে যায়।

কামাল খন্দকার জানান, গত পরশু বাচ্চু মাঝিসহ ২২ জেলে ঢালীর হাট মংসঘাট থেকে ইলিশ শিকারে সাগরে যায়। ঘূর্ণিঝড় জাওয়াদের কারণে বৈরি আবহাওয়ায় সাগরে টিকতে না পেরে জেলেরা বাড়িতে রওনা হয়। ফেরার আগে রাতে বাচ্চু মাঝির সাথে কথা হয়। আজ দুপুরে অন্য মাঝিদের কাছ থেকে খবর পায়- রাতে ঘূর্ণিঝড় জাওয়াদের কবলে পড়ে তার ট্রলার ডুবি হয়েছে। নিখোঁজ জেলেরা জীবিত আছে কি-না এখনও নিশ্চিত বলতে পারছে না।

নিখোঁজ জেলেদের বাড়ি চরফ্যাশন উপজেলার আবদুল্লাহপুর ইউনিয়নের শিবা ও আহম্মদপুর গ্রামে। বৈরি আবহাওয়ার মধ্যে স্থানীয় প্রশাসনসহ এলাকাবাসী নিখোঁজদের উদ্ধারে অভিযান পরিচালনা করছে।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন