বাংলাদেশ খেলাফত আন্দোলন প্রধান আমীরে শরীয়ত আল্লামা আতাউল্লাহ হাফেজ্জী এক বিবৃতিতে সারাদেশে শিক্ষার্থীদের জন্য শর্তহীন হাফ ভাড়া কার্যকরসহ তাদের যৌক্তিক দাবি মেনে নেয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, গণপরিবহন গুলোর ৭০ থেকে ৯৫ ভাগ গ্যাস চালিত হওয়া সত্বেও তেলের দাম বৃদ্ধির অজুহাত দেখিয়ে সম্পুর্ণ অযৌক্তিক ভাবে ভাড়া আদায় করছে। ফলে ভাড়া নিয়ে শিক্ষার্থী সহ যাত্রীদের সাথে চালক হেলপারদের ঝগড়া নৈমিত্তিক ব্যাপার হয়ে দাড়িয়েছে। তাছাড়া যাত্রী উঠানোর ধান্ধায় প্রতিযোগিতা মূলক বেপরোয়া গাড়ী চালানোর কারণে পথচারীদের হত্যা করছে। অনিয়ম ওভারটেকিং এর কারণেই আশঙ্কাজনক হারে সড়কে দুর্ঘটনা বেড়েই চলছে। বিভিন্ন গণ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ি গত ২০২০ সালেই ৬ হাজার ৬৮৬ জন লোক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে। আহত হয়েছে ৮ হাজার ৬০০ জন। নিরাপদ সড়কের দাবিতে জনগণের কোনো আন্দোলনেরই তোয়াক্কা করছে না পরিবহন কর্তৃপক্ষ। জনজীবনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে নিরাপদ সড়ক নিশ্চিত করতে সরকারকে কঠোর ব্যবস্থা গ্রহন করতে হবে। অবিলম্বে ন্যায্য পরিবহন ভাড়া নির্ধারন করে প্রত্যেক গণপরিবহনের দৃশ্যমান স্থানে টাঙিয়ে রাখা এবং যাত্রীদের থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের বিষয়টি নজরদারী করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহবান জানান তিনি ।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন