কুমিল্লা জেলার বরুড়া উপজেলায় ১৯৬৮ সালে ১০ শয্যাবিশিষ্ঠ হাসপাতালের যাত্রা শুরু হয়। তারপর ৩১ শয্যা উন্নতিকরণ হয়ে বর্তমানের ৫০ শয্যার উন্নতিকরনের কাজ চলছে। দীর্ঘদিন পর্যাপ্ত যন্ত্রপাতি ও দক্ষ জনবলের অভাবে সকল সেবা কার্যক্রম চালু করা গেলেও শল্যচিকিৎসা কার্যক্রম চালু করা যায়নি।
বর্তমান সুযোগ্য সিভিল সার্জন ডা. মীর মোবারক হোসেন সার্বিক সহযোগীতায় এবং বর্তমান উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্রমকর্তা ডা. কামরুল হাসান প্রত্যক্ষ তত্বাধায়নে বরুড়ায় শল্যচিকিৎসার জন্য অপারেশন থিয়েটার চালু করা হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সার্জারি কনসালটেন্ট ডা. মাহবুব ইবনে মোমেন জানান, ইতোমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। অপারেশন চালু করায় অত্র উপজেলার গরিব অসহায় রোগীরা উপকৃত হবে। গতকাল সোমবার এপেন্ডিসাইড রোগির অপরেশন করে এর শুভ উদ্ধোধন করা হয়।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন