শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

নীলফামারীতে গোপনে কমিটি গঠনের চেষ্টার অভিযোগ

নীলফামারী জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৭ ডিসেম্বর, ২০২১, ১২:০৪ এএম

নীলফামারী সদর উপজেলার উত্তরাশশী হাবিবিয়া দাখিল মাদরাসায় গোপনে ম্যানেজিং কমিটি গঠনের পায়তারা করার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ক্ষিপ্ত এলাকাবাসী, অভিভাবক ও ছাত্র-শিক্ষকরা রবিবার মাদরাসার সামনে মানববন্ধন করেছেন। জানা যায়, মাদরাসা সুপার ঈমান উদ্দিন ও এডহক কমিটির সভাপতি যোগসাযোশে অত্যন্ত গোপনে সব নিয়মনীতি উপেক্ষা করে ম্যানেজিং কমিটি গঠনের প্রক্রিয়া শুরু করেছেন। অভিভাবকরা অভিযোগ কলে বলেন, করোনাকালীন সময়ে যখন মাদরাসায় শিক্ষার্থীর উপস্থিতি কম ঠিক তখন সম্প‚র্ন্ন পরিকল্পিত ভাবে মনগড়া ভোটার তালিকা তৈরি করে শ্রেণি কক্ষে কমিটি গঠনের কোন প্রকার নোটিশ না দিয়ে এমনকি মাদরাসার নোটিশ বোর্ডেও বিজ্ঞপ্তি না সাটিয়ে অত্যন্ত চৌতুরতার সাথে কমিটি গঠনের জন্য সব আয়োজন সম্পর্ন্ন করেছেন মাদরাসা সুপার। ঘটনাটি জানাজানি হয়ে গেলে ছাত্র-শিক্ষক, অভিভাবক ও এলাকাবাসীর মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়। বিষয়টি লিখিতভাবে জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট সকলকে জানানোর পরেও কমিটি গঠন প্রক্রিয়া অব্যাহত থাকায় মানববন্ধনে তীব্র ক্ষোভ প্রকাশ করা হয়। এ বিষয়ে মাদরাসা সুপার ঈমান উদ্দিনের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, নিয়ম মেনে কমিটি গঠনের প্রক্রিয়া চলমান রয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন