শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

সড়কের নাম ফলক উন্মোচন করলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

চাটখিল (নোয়াখালী) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৮ ডিসেম্বর, ২০২১, ১২:০৫ এএম

চাটখিল নোয়াখালীর চাটখিলে বীরমুক্তিযোদ্ধা আশরাফুল হক বেগ সড়কের (চাটখিল-খিলপাড়া সড়ক) নাম ফলক উম্মোচন করলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক। তিনি ভিডিও কনফারেন্সের মাধ্যমে গতকাল মঙ্গলবার দুপুরে চাটখিলের খিলপাড়ায় এই সড়কের ফলক উম্মোচন করেন। সড়কের ফলক উম্মোচন অনুষ্ঠান উপলক্ষে এক আলোচনা সভা চাটখিল উপজেলা নির্বাহী কর্মকর্তা এএসএম মোসা’র সভাপতিত্বে খিলপাড়া মাদরাসা মাঠে অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিশেষ অতিথির বক্তব্য রাখেন নোয়াখালী-১ (চাটখিল-সোনাইমুড়ি) আসনের সংসদ সদস্য এইচ এম ইব্রাহীম, অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সংরক্ষিত সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা ফরিদা খানম সাকী, ভিডিও কনফারেন্সে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্ম খোরশেদ আলম খাঁন, বীরমুক্তিযোদ্ধা আশরাফুল হকের ভাই শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. আনোয়ারুল হক বেগ, বীরমুক্তিযোদ্ধা আশরাফুল হকের ছেলে শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব আবু নাসের বেগ, চাটখিল পৌর মেয়র নিজাম উদ্দিন, বীরমুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম, রাব্বান উল্যাহ, মুক্তিযোদ্ধা সন্তান সংসদ নোয়াখালী শাখার সদস্য হারুনুর রশিদ, মুক্তিযোদ্ধা সন্তান ইমাম হোসেন প্রমুখ।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন চাটখিল উপজেলা সহকারি কমিশনার (ভূমি) উজ্জল রায়, চাটখিল প্রেসক্লাব সভাপতি সিনিয়র সাংবাদিক মো. হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক সিনিয়র সাংবাদিক শোয়েব হোসেন বুলু, স্থানীয় বীরমুক্তিযোদ্ধাবৃন্দ ও বীরমুক্তিযোদ্ধাদের সন্তানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। আলোচনা সভা সঞ্চালনা করেন চাটখিল উপজেলা ভাইস চেয়ারম্যান এইচ.এম আলী তাহের ইভু।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন