শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভ্যন্তরীণ

খুঁড়িয়ে চলছে যশোর জেলা স্বাস্থ্য বিভাগ : চারশ’ পদ শূন্য থাকায় চিকিৎসাসেবা ব্যাহত

প্রকাশের সময় : ১৩ ফেব্রুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

রেবা রহমান, যশোর থেকে : দীর্ঘদিন ধরে যশোর জেলা স্বাস্থ্য বিভাগে প্রায় ৪শ’টি কর্মকর্তা ও কর্মচারীর পদ শূন্য রয়েছে। এতে চিকিৎসাপ্রার্থীরা চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছেন। এ ব্যাপারে সিভিল সার্জন বলেছেন, পদশূন্যের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বারবার জানানো সত্ত্বেও কোনো কার্যকর ভূমিকা নেওয়া হয় না। যশোর সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে, জেলার ৮ উপজেলার বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠানে ১ম শ্রেণি, ২য় শ্রেণি ও ৪র্থ শ্রেণির কর্মকর্তা-কর্মচারীর মোট ৩৯৮টি পদ শূন্য রয়েছে। এর মধ্যে রয়েছে ১ম শ্রেণির কর্মকর্তা ৪৫টি, ২য় শ্রেণির ৩টি, ৩য় শ্রেণির ২৯৪টি ও ৪র্থ শ্রেণির ৫৩টি পদ। শূন্যপদগুলোর মধ্যে ১ম শ্রেণির জুনিয়র কনসালট্যান্ট (সার্জারি) ৩টি, জুনিয়র কনসালট্যান্ট (মেডিসিন), জুনিয়র কনসালট্যান্ট (গাইনি), জুনিয়র কনসালট্যান্ট (চক্ষু), জুনিয়র কনসালট্যান্ট (ইএনটি) জুনিয়র কনসালট্যান্ট, শিশু ও জুনিয়র কনসালট্যান্ট (চর্ম ও যৌন) পদে ২টি করে ১২টি পদ শূন্য রয়েছে। আরিসিক মেডিকেল অফিসারের পদ শূন্য রয়েছে ৪টি। জুনিয়র কনসালট্যান্ট (অ্যানেসথেসিয়া) পদ শূন্য ৫টি। সহকারী সার্জনের পদ শূন্য রয়েছে ৮টি। জেলার চিকিৎসাসেবার মান এমনিতেই নিচে নেমে গেছে। তার উপর গুরুত্ব কিছু পদ শূন্য হওয়ার কারণে স্বাস্থ্য বিভাগ চলছে একবারেই খুঁড়িয়ে। যেসব ডাক্তার কর্মরত রয়েছেন তাদের একটা অংশ প্রাইভেট ক্লিনিকে প্রাকটিস করছেন। অনিয়ম অব্যবস্থাও আছে প্রায় জেলার প্রায় সব হাসপাতালে। জেলা সদরের হাসপাতালের চেয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেও অবস্থা খুবই করুণ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন