আদমদীঘি (বগুড়া) উপজেলা সংবাদদাতা
অসাবধানতাবসত রেললাইন পারপার, রেললাইনের উপর দাঁড়িয়ে মোবাইলে কথা বলা, চলন্ত ট্রেনের মোবাইল ফোনে সেলফি তোলার সময় ট্রেন দুর্ঘটায় মৃত্যু রোধের লক্ষে গণসচেতনতামূলক প্রচারণার অংশ হিসাবে সান্তাহার রেরওয়ে থানার উদ্যোগে এক বিশাল র্যালি বের করা হয়। গতকাল রোববার বেলা ১০টায় থানার অফিসার্স ইনচার্জ এস এম আরিফুর রহমানের নেতৃত্বে উক্ত র্যালি রেল স্টেশন ও জংশন শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে রেল পুলিশ, আনএনবি, স্থানীয় রেল কর্মকর্তা ও কর্মচারীরা অংশ গ্রহণ করেন। এছাড়াও রেললাইনের উপর গবাদি পশু না চরানো এবং দোকানপাট, হাটবাজার না বসানোর আহ্বান জানান।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন