শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

পাগলা কুকুরের উপদ্রবে জনজীবন অতিষ্ঠ

প্রকাশের সময় : ২৪ অক্টোবর, ২০১৬, ১২:০০ এএম

বানারীপাড়া (বরিশাল) উপজেলা সংবাদদাতা

বানারীপাড়ায় বেওয়ারিশ ও পাগলা কুকুরের উৎপাতে জনজীবন অতিষ্ঠ হয়ে পড়েছে। এর শিকার বিশেষ করে কোমলমতি শিশুরা। পৌর শহরের মধ্যে রয়েছে বন্দর মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়সহ দু’টি কিন্ডারগার্টেন, বালিকা বিদ্যালয়, মাদ্রাসায় শিশু শিক্ষার্থীরা পড়া শুনা করছে। খুব সকাল থেকেই এরা প্রাইভেট, কোচিং এবং শিক্ষা প্রতিষ্ঠানে যাতায়াত করে। কিন্তু বেওয়ারিশ ও পাগলা কুকুরের উৎপাতে শিশু শিক্ষার্থীদের ভীত সন্ত্রাস্ত থাকতে হয়। এ জন্য অভিভাবকদের শিশু শিক্ষার্থীদের পাহারা দিতে হ্েছ। তা না হলে বেওয়ারিশ ও পাগলা কুকুরের হামলার শিকার হতে হয়। শুধু শিশুরা নয় বৃদ্ধ নারী-পুরুষরাও কুকুরের হামলার শিকার হয়েছে। কুকুরের ভয়ে নির্জন সড়কে একা পথ চলতে অনেকে ভয় পাচ্ছে। গত এক মাসে পৌরসভার বিভিন্ন স্থানে ১৫ জন শিশু ও নারী আক্রান্ত হয়েছে। যারা হাসপাতালসহ বিভিন্ন চিকিৎসকের চিকিৎসা নিচ্ছে। ভ্যাকসিনের সংকটের কারনে কুকুরে আক্রান্তদের চড়া দামে বিভিন্ন কেম্পানীর ভ্যাকসিন কিনতে হচ্ছে। এ ব্যাপারে সুভাষ চন্দ্র শীল জানান, হাই কোর্টের নিশেধাজ্ঞার কারণে কুকুর নিধন করা যাচ্ছে না।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন