শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

মঠবাড়িয়ায় পাউবোর লক্ষাধিক টাকার গাছ কেটে নিল প্রভাবশালীরা

প্রকাশের সময় : ২৪ অক্টোবর, ২০১৬, ১২:০০ এএম

মঠবাড়িয়া (পিরোজপুর) উপজেলা সংবাদদাতা

মঠবাড়িয়ায় বলেশ্বর নদ তীরবর্তী বড়মাছুয়ার খেজুরবাড়িয়া পাউবোর বেড়িবাঁধের সরকারি লক্ষাধিক টাকার গাছ কেটে নিয়ে গেছে স্থানীয় ইউপি চেয়ারম্যানের ভাই ও তার লোকজন। স’মিলে ওই গাছ কাটার সময় খবর পেয়ে গত মঙ্গলবার সন্ধ্যায় মঠবাড়িয়া থানা পুলিশ গাছ জব্দ করেন। স্থানীয়রা জানান, সম্প্রতি উপজেলার বলেশ্বর নদ তীরবর্তী বড়মাছুয়া ইউনিয়নের খেজুরবাড়িয়া পানি উন্নয়ন বোর্ডের বেড়িবাঁধের ওপর লাগানো বিশাল আকৃতির লক্ষাধিক টাকা মূল্যের ১টি বাবলা ও ২টি আকাশমনি গাছ কেটে নেয় স্থানীয় ইউপি চেয়ারম্যানের ভাই বশির ও তার সহযোগি ডালিম খন্দকার। ইউপি চেয়ারম্যানের ভাই দাঁড়িয়ে থেকে প্রকাশ্যে দিনে দুপুরে ৫/৭জন শ্রমিক নিয়ে গাছ কাটলেও কেউ অভিযোগ করতে সাহস পায়নি। পরে মঙ্গলবার বিকেলে থানা পুলিশ খবর পেয়ে বলেশ্বরের মোহনায় স্থানীয় ইউসুফ তালুকদারের স’মিলে প্রভাবশালীদের মজুদ করা ১৬পিচ গাছ জব্দ করেন। এ ব্যাপারে অভিযুক্ত ইউপি চেয়ারম্যানের ভাই বশির গাছ কাটার কথা স্বীকার করে সাংবাদিকদের বিষয়টি চেপে যাওয়ার অনুরোধ করেন। বড়মাছুয়া ইউপি চেয়ারম্যান যুবলীগ নেতা নাসির উদ্দিন বলেশ্বরের মোহনায় দক্ষিণ বড়মাছুয়া গ্রামে যাওয়া আসার জন্য খেয়া পারাপারের ঘাটে ওঠা নামার সিঁড়ি নির্মাণের জন্য ওই গাছ কাটা হয়েছিল বলে দাবি করেন। মঠবাড়িয়া থানার ইন্সপেক্টর (তদন্ত) মো. সরোয়ার শেখ গাছ জব্দ হওয়ার সত্যতা নিশ্চিত করেন। এ বিষয়ে পানি উন্নয়ন বোর্ড পিরোজপুরের নির্বাহী প্রকৌশলী সাইদ আহম্মেদ জানান, গাছ কাটার অভিযোগ পেয়েছি এব্যাপারে তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন