বায়তুল মোকাররম জাতীয় মসজিদের পূর্ব পার্শ্বে মুসল্লিদের যাতায়াতের তেত্রিশ বছরের পুরোনো রাস্তার ওপর ক্রীড়া পরিষদের পার্ক নির্মাণের প্রতিবাদ এবং তা’বহাল রাখার দাবিতে আজ বাদ জুমা বায়তুল মোকাররম জাতীয় মুসল্লি কমিটির উদ্যোগে উত্তর গেইটে শান্তিপূর্ণ সমাবেশ অনুষ্ঠিত হবে।
জাতীয় মুসল্লি কমিটির সভাপতি আলহাজ রুহুল আমিনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বাংলাদেশ ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান, জাতীয় মুসল্লি কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ মিছবাহুর রহমান চৌধুরী। এছাড়া সমাবেশে আরো জাতীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন। আলহাজ মিছবাহুর রহমান চৌধুরী ইনকিলাবকে বলেন, বায়তুল মোকাররম জাতীয় মসজিদের পূর্ব দিকের মুসল্লিদের যাতায়াতের রাস্তাটি দীর্ঘ তেত্রিশ বছরের পুরোনো। জাতীয় ক্রীড়া পরিষদ মুসল্লিদের রাস্তার ওপর কথিত পার্ক ও ড্রেন নির্মাণের উদ্যোগ নিয়ে গর্হিত কাজ করছে। মুসল্লিদের রাস্তা দখল করে ক্রীড়া পরিষদের পার্ক নির্মাণ বরদাশত করা হবে না। তিনি বলেন, ধর্ম মন্ত্রণালয় ও জাতীয় ক্রীড়া পরিষদের মধ্যে শিগগিরই মুসল্লিদের রাস্তায় পার্ক নির্মাণ বন্ধ এবং যাতায়াতের রাস্তা বহাল রাখার বিষয়ে দ্বিপাক্ষিক আলোচনা অনুষ্ঠিত হবে। সে জন্য আমরা বিক্ষোভ মিছিলের কর্মসূচি ঘোষণা করিনি। তিনি বলেন, জাতীয় মসজিদের মুসল্লিদের চলাচলের রাস্তা বেহাত হতে দেয়া হবে না। আমরা আজ বাদ জুমা বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেইটে শান্তিপূর্ণ সমাবেশের ডাক দিয়েছি। মুসল্লিদের রাস্তা বহাল রাখার দাবিতে প্রয়োজনে আরো কঠোর কর্মসূচি আসতে পারে বলেও তিনি আভাস দেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন