শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভ্যন্তরীণ

জীবনের ঝুঁকি নিয়ে সড়ক পারাপার ১৩ শতাধিক শিক্ষার্থীর

প্রকাশের সময় : ১৩ ফেব্রুয়ারি, ২০১৬, ১২:০০ এএম | আপডেট : ১০:০৫ পিএম, ১২ ফেব্রুয়ারি, ২০১৬

গোয়ালন্দ (রাজবাড়ী) উপজেলা সংবাদদাতা : রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া মডেল হাইস্কুলের ১৩ শতাধিক শিক্ষার্থী প্রতিদিন মারাত্মক ঝুঁকি নিয়ে মহাসড়ক ও রেলসড়ক পাড়ি দিয়ে বিদ্যালয়ে আসা-যাওয়া করছে। বাউন্ডারি ওয়াল না থাকায় বিদ্যালয়ে থাকাকালীন সময়ও ছাত্র-ছাত্রীরা ঝুঁকির মধ্যে রয়েছে। এ অবস্থার উত্তরণে বিদ্যালয়ের বাউন্ডারি ও মহাসড়কের ওই এলাকায় ওভারব্রিজের দাবি জানিয়ে আসছে স্কুল কর্তৃপক্ষ ও এলাকাবাসী। এ অবস্থা চলতে থাকলে যে কোন সময় ঘটতে পারে প্রাণ হানির মত দুর্ঘটনা। ঢাকা-খুলনা মহাসড়কের দৌলতদিয়া ক্যানেলঘাট এলাকায় জাতীয় ফোরলেন মহাসড়ক ও রেল সড়কের কোল ঘেঁষে অবস্থিত দৌলতদিয়া মডেল হাইস্কুল। দৌলতদিয়া ও দেবগ্রাম ইউনিয়নের বিস্তৃর্ণ জনগোষ্ঠির ছেলে-মেয়ে এ বিদ্যালয়ে পড়াশুনা করে। বিদ্যালয়ের শিক্ষার্থীর সংখ্যা প্রায় সাড়ে ১৩শ’। শিক্ষক ও কর্মচারীর সংখ্যাও প্রায় অর্ধশত। বিদ্যালয়ের সামনে মহাসড়কের ওই এলাকাটি যানজট ও দুর্ঘটনাপ্রবণ এলাকা। ফেরিঘাট সন্নিকটে হওয়ায় ফেরিতে উঠতে ও ফেরি থেকে নামার পর উভয়মুখী যানবাহন প্রতিযোগিতার গতিতে এ এলাকা দিয়ে চলাচল করে। এতে করে ওই এলাকায় প্রায়ই ছোট-বড় দুর্ঘটনায় হতাহতের ঘটনা ঘটে আসছে। বিদ্যালয়ে আসতে শিক্ষক শিক্ষার্থীদের ঝুঁকি নিয়ে ব্যস্ততম ফোরলেনের মহাসড়কটি পাড়ি দিতে হয়। এছাড়া সংলগ্ন দৌলতদিয়া-খুলনা লাইনের বেশ কয়েকটি ট্রেন চলাচল করে। খোলা পরিবেশে শত শত ছেলে-মেয়ে বিদ্যালয়ে অবস্থান করায় শিক্ষক ও অভিভাবকরা সর্বদা উৎকণ্ঠায় থাকেন। মহাসড়কে ওভার ব্রিজ স্থাপন ও সাময়িকভাবে স্পীড ব্রেকার স্থাপনের মাধ্যমে এ উৎকণ্ঠার অবসান চান সংশ্লিষ্টরা। এ প্রতিষ্ঠানটি ছাড়াও পাশের কেকেএস সরকারি প্রাথমিক বিদ্যালয়, বীর মুক্তিযোদ্ধা ফকীর আ. জব্বার গার্লস স্কুল এন্ড কলেজে আরো সহ¯্রাধিক শিক্ষক-শিক্ষার্থী নিয়মিত যাতায়াত করে এখান দিয়ে। বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী জানায়, তারা ব্যস্ত মহাসড়কটি পাড়ি দিয়ে স্কুলে যেতে-আসতে সব সময় আতঙ্কগ্রস্ত থাকে। চোখের সামনে প্রায়ই এখানে দুর্ঘটনায় আহত-নিহত হতে দেখা যায়। দ্রুত এ এলাকায় ওভার ব্রিজ করা হলে এ এলাকার দুর্ঘটনা কম হবে বলেও মনে করছে তারা। দৌলতদিয়া মডেল হাইস্কুলের প্রধান শিক্ষক মো. সহিদুল ইসলাম জানান, মাহসড়কের বিদ্যালয়ের সামনের এ অংশটুকু খুবই ঝুঁকিপূর্ণ। প্রায়ই এখানে দুর্ঘটনা ঘটছে। এ অবস্থায় বিশাল সংখ্যক ছাত্র-ছাত্রী নিয়ে তারা সর্বদা উদ্বিগ্ন থাকেন। স্পীড ব্রেকার কিংবা ওভার ব্রিজ স্থাপনের পাশাপাশি বিদ্যালয়ের নিরাপত্তা প্রাচীর হলে তারা এ উৎকণ্ঠা হতে অনেকটা রেহাই পেতেন। জেলা শিক্ষা অফিসার সৈয়দ সিদ্দিকুর রহমান জানান, দৌলতদিয়া মডেল হাইস্কুলটি একটি ঐতিহ্যবাহি স্কুল ভাল ফলাফলের জন্য এই বিদ্যালয়ের সুনাম রয়েছে। খুব তারাতারি এই বিদ্যালয়ের সামনে সড়কে ঝুঁকি এড়াতে একটি স্প্রীড ব্রেকার নির্মাণ ও বাউন্ডারি ওয়াল তৈরির ব্যাপারে যথাযথ কর্তৃপক্ষকে জানাবো।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন