প্রাণঘাতি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বর্তমানে নিজ বাসভবনে আছেন দেশসেরা নারী ভারোত্তোলক মাবিয়া আক্তার সীমান্ত। ফলে চলমান বিশ্ব চ্যাম্পিয়নশিপে আর অংশ নেয়া হলো না তার। গত ৭ ডিসেম্বর থেকে উজবেকিস্তানের রাজধানী তাসখন্দে শুরু হয়েছে বিশ্ব চ্যাম্পিয়নশিপের খেলা। এ আসরে খেলতে ৯ ডিসেম্বর ঢাকা ছাড়ার কথা ছিল সীমান্তের। কিন্তু এর দুইদিন আগে করোনা পরীক্ষার করানো হলে রিপোর্ট হাতে আসার পর সীমান্ত জানতে পারেন তার করোনা পজিটিভ। এরপর থেকেই চিকিৎসকের পরামর্শে বাসায় আছেন তিনি।
বাংলাদেশ আনসারের এই তারকা খেলোয়াড় শুক্রবার ইনকিলাবকে জানান, করোনায় আক্রান্ত হলেও তেমন গুরুতর সমস্যা নেই তার। তবে অক্সিজেন লেভেল ভালো থাকলেও শারীরিকভাবে কিছুটা দুর্বল তিনি। সীমান্ত বলেন,‘গত মঙ্গলবার করোনায় আক্রান্ত হয়েছি। শুরুতে জ্বর ছিল। এখন একটু সর্দিভাব আছে। তাছাড়া শারীরিকভাবে কিছুটা দুর্বল লাগছে। তবে অক্সিজেন লেভেল ভালো আছে। এছাড়া অন্য কোন সমস্যা নেই।’
বিশ্ব চ্যাম্পিয়নশিপে খেলা মাবিয়া আক্তার সীমান্তের জন্য বেশ গুরুত্বপূর্ণ ছিল। কারণ আগামী কমনওয়েলথ গেমসের বাছাই এ আসর থেকেই করা হবে। তাই উজবেকিস্তানে না যেতে পেরে হতাশ সীমান্ত, ‘অনেক ইচ্ছা ছিল উজবেকিস্তানে যাবো। কিন্তু যাওয়া হলো না। এখন সিঙ্গাপুরে আগামী ফেব্রুয়ারিতে আরো একটি বাছাই আছে। সুস্থ থাকলে সেখানে যাওয়ার সুযোগ আছে আমার।’
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন