কুমিল্লা জেলার বরুড়া উপজেলা শাকপুর ইউনিয়নের লক্ষীপুর গ্রামে আনোয়াররের বাড়িতে ডাকাতি হয়। ডাকাতরা নগদ অর্থ স্বর্ণ অলংকার নিয়ে যায়। পরে বাড়ির লোকদের চিৎকারে ডাকাতরা পালিয়ে যাওয়ার সময় পাশের গ্রামের বেকির এলাকার লোকজন দাওয়া করে ডাকাত দলের আব্দুর রহিম পিতা আব্দুর হামিদ সাং মোহনপুর থানা, তিতাসকে আটক করে। তার আঘাতে ৪জন আহত হয়। আহতরা হচ্ছে বেকী গ্রামের মঞ্জুর হোসেন, মোস্তফা, সেকান্দার আলী, সামছুল হক। এদের মধ্যে ১ জনের অবস্থা আশংকাজনক। উন্নত চিকিৎসার ঢাকায় প্রেরণ করেছে। আটক ডাকাতকে গণধোলাই দিয়ে বরুড়া থানার পুলিশের নিকট সোপর্দ করে জনতা। তার কাছ থেকে ১টি দেশিয় তৈরি পাইপগান, ৪টি কার্তুজ, ১টি রামদা, ৫টি ছেনী উদ্ধার করে পুলিশ। পলাতক ডাকাতদের ফেলে যাওয়া ১টি রামদা, ৫টি ছেনী উদ্ধার পূর্বক প্রেফতারকৃত ডাকাত ও পলাতক ডাকাতদের বিরুদ্ধে বরুড়া থানার মামলা করা হয়।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন