শনিবার, ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১, ০২ জিলক্বদ ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

উদ্ধার হয়নি কাঁটা পা আসামি গ্রেফতার

স্টাফ রিপোর্টার, মাদারীপুর থেকে | প্রকাশের সময় : ১১ ডিসেম্বর, ২০২১, ১২:০৪ এএম

আলোচিত দাদন চোকদারকে নৃশংসভাবে কুপিয়ে হত্যার ঘটনার দুই সপ্তাহের মাথায় হত্যাকান্ডে এজাহারভ‚ক্ত আসামি আরমান শেখকে গ্রেফতার করেছে শিবচর থানা পুলিশ। গত বৃহস্পতিবার দুপুরে আসামিকে মাদারীপুর আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়। বুধবার গভীর রাতে শিবচর থানার পরিদর্শক রবিউল ইসলামের নেতৃত্বে আসামিকে ঢাকার কাপ্তান বাজার থেকে গ্রেফতার করে। তবে এতো দিনেও উদ্ধার হয়নি দাদন চোকদারের কাঁটা পা’টি। মামলার বাকি আসামিদের গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে বলে পুলিশ জানায়। শিবচর থানা পুলিশ সূত্রে জানা যায়, ২৩ নভেম্বর শিবচর পৌরসভাধীন পূর্ব শ্যামাইল গ্রামে জমি নিয়ে বিরোধে দাদন চোকদার নামে এক কৃষককে কুপিয়ে শরীর থেকে পা বিচ্ছিন্ন করা হয়। পরে মাথা, বুঁকসহ শরীরের গুরুত্বপূর্ণ স্থানে কুপিয়ে নৃশংসভাবে হত্যা করে প্রতিপক্ষের লোকজন। ঢাকা মেডিকেলে নেয়ার পথে মৃত্যু হয় দাদন চোকদারের। এ ঘটনায় ওইদিন রাতে নিহত দাদনের ভাই পান্নু চোকদার বাদী হয়ে শিবচর থানায় মামলা করে। বৃহস্পতিবার দুপুরে আসামিকে মাদারীপুর জেল হাজতে প্রেরণ করা হয়।

এব্যাপারে শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মিরাজ হোসেন জানান, ‘এসআই রবিউল ইসলামের নেতৃত্বে পুলিশ বুধবার দিবাগত রাতে ঢাকার কাপ্তান বাজার থেকে এজাহারভুক্ত আসামি আরমান শেখকে গ্রেফতার করতে সক্ষম হয়। দুপুরে তাকে মাদারীপুর জেল-হাজতে প্রেরণ করা হয়। কাঁটা পা’সহ বাকি আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন