শুক্রবার, ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১, ০১ জিলক্বদ ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

লক্ষীপুরে ৪০ ভাগ আমন ধান নষ্টের উপক্রম

লক্ষীপুর জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১১ ডিসেম্বর, ২০২১, ১২:০৪ এএম

ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাবে কয়েকদিনের টানা বৃষ্টিতে লক্ষীপুরে পাকা আমন ধানের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। কয়েক হাজার একর পাকা ধানের ক্ষেত তলিয়ে গেছে। ইতোমধ্যে জেলার মোট উৎপাদনের ৪০ ভাগ ধান পানিতে ডুবে পচন ধরেছে। এমনকি মাঠে মাঠে কেটে রাখা ধান অনেকে বাড়িতেও আনতে পারেননি বলে জানালেন চাষিরা। এছাড়া বিপুল ফসল ক্ষতিগ্রস্ত হওয়ায় ঋণের টাকা শোধ করা নিয়ে দুচিন্তায় পড়েছেন তারা।

লক্ষীপুর কৃষি স¤প্রসারণ অধিদফতরের ডিডি ড. জাকির হোসেন জানান, লক্ষীপুর জেলার ৫টি উপজেলায় ধানের চাষ হয়েছিল ৮১ হাজার হেক্টর জমিতে। জাওয়াদের আগেই ৬০ শতাংশ জমির ধান বাড়িতে তোলেন চাষিরা। এখন জমিতে পানি জমায় বিপুল পরিমাণ ধান নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন