শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভ্যন্তরীণ

৫০ বছর উদযাপন

ইসলামপুর (জামালপুর) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১২ ডিসেম্বর, ২০২১, ১২:০৬ এএম

ইসলামপুরে মা ও শিশুর স্বাস্থ্য ও পুষ্টি, শিশুদের মৌলিক চাহিদা পূরণ বিষয়ক দীর্ঘমেয়াদী কার্যক্রম বাস্তবায়নের লক্ষ নিয়ে আলোচনা ও কেককাটার মধ্য দিয়ে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের ৫০ বছর জুবলী উদযাপিত হয়েছে। ইসলামপুর উপজেলা পরিষদ হল রুমে গত বৃহস্পতিবার সন্ধ্যায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান দুলাল এমপি। বিশেষ অতিথি ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপ-সচিব মাহবুবুল আলম, উপজেলা চেয়ারম্যান জামাল আব্দুন নাসের বাবুল, বেসরকারি সংস্থা ‘পারি’র নির্বাহী পরিচালক গাবরিয়া লুজারিয়া, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের কর্মকর্তা ম্যানেজর-স্টিফেন অসীম চ্যাটার্জী, সাগর ডিকস্তা, তারজিনা খাতুন, ইসলামপুর এরিয়া প্রোগ্রাম ম্যানেজার সজল গমেজ, পারির এরিয়া প্রোগ্রাম ম্যানেজার কমল পাল। সভায় সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। জানা যায়, ওয়ার্ল্ড ভিশন দরিদ্র জনগোষ্ঠি বিশেষ করে শিশুদের জীবনমান ও আর্থ সামাজিক উন্নয়নে যে টেকসই কর্মসূচি গ্রহণ ও জনগণের স্থায়ী আয়ের উৎস সহযোগিতা, মা ও শিশু স্বাস্থ্য ও পুষ্টি, শিশু সুরক্ষা এবং জনগণের অংশগ্রহণ কার্যক্রমের মাধ্যমে সমাজের অবস্থা উন্নতির লক্ষ্যে এরিয়া প্রোগ্রাম নামে দীর্ঘমেয়াদী কার্যক্রম চলমান রয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন