শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভ্যন্তরীণ

কওমি মাদরাসা দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠায় ভূমিকা রাখছে

পটিয়া (চট্টগ্রাম) উপজেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ১২ ডিসেম্বর, ২০২১, ১২:০৬ এএম

পটিয়া আল-জামেয়া আরাবিয়্যাতুল ইসলামীয়া জিরি মাদরাসার ২দিন ব্যাপী আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন গত শুক্রবার সন্ধ্যায় সম্পন্ন হয়েছে। জিরি মাদরাসার প্রধান পরিচালক মাওলানা হাফেজ মোহাম্মদ খোবাইব-এর সভাপতিত্বে সম্মেলনে বক্তব্য রাখেন, পটিয়া আল-জামেয়া ইসলামীয়া মাদরাসার মহাপরিচালক মুফতি আল্লামা আবদুল হালিম বোখারী, হাটহাজারী মঈনুল উলুম মাদরাসার মহাপরিচালক মাওলানা মুহাম্মদ ইয়াহিয়া, শিক্ষক আল্লামা জসীম উদ্দীন, আল্লামা শেখ আহমদ, আল্লামা শেখ আহমদ উল্লাহ ঢাকা, মাওলানা হাফিজুর রহমান ছিদ্দিকী কুয়াকাটা, আল্লামা খোরশেদ আলম কাছেমী, মাওলানা মাহমুদুল হাসান, মাওলানা ডা. আ.ফ.ম. খালিদ হোছাইন, আল্লামা মুফতি আরশাদ ছোবহানী, মাওলানা কাজী ইউসুফ, জিরি মাদরাসার সিনিয়র শিক্ষক মাওলানা মোহাম্মদ শোয়াইব, সিনিয়র শিক্ষক মাওলানা মোস্তাক আহমেদ, মাওলানা আবুল হাসেম, মাওলানা আবু মুসা, মাওলানা মফিজ উল্লাহ প্রমুখ। বক্তারা বলেন, দেশে দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠার ক্ষেত্রে কওমি মাদরাসা অগ্রদূতের ভ‚মিকা পালন করছে। কওমি মাদরাসায় প্রকৃত আলেম ওলামা গড়ে উঠে। এ মাদরাসার শিক্ষিত আলেমগণ বিশ্বনবী (সা.) এর সকল সুন্নাত পালন করে থাকে। কুরআন সুন্নাহ পালনে নবীর পথ অনুসরণ করে ঈমান আক্বিদা মজবুত রাখার জন্য বক্তারা সকল মুমিনের প্রতি আহবান জানান।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন