রাজধানীর পুরান ঢাকার সুরিটোলায় চতুর্থ তলা একটি ভবনের দ্বিতীয় তলায় অবস্থিত জুতার গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট। প্রাথমিকভাবে আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
রবিবার (১২ ডিসেম্বর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন ফায়ার সার্ভিসের সদর দফতরের ডিউটি অফিসার রোজিনা আক্তার। তিনি জানান, পুরান ঢাকার সুরিটোলার চারতলা একটি ভবনের দুই তলায় জুতার গোডাউনে আগুন লাগার খবর পাই বিকেল ৪টা ৩ মিনিটে। খবর পাওয়ার পরই আগুন নিয়ন্ত্রণে ৪টা ১২ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে অগ্নিনির্বাপন দল। সর্বশেষ ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন