সোমবার, ১৩ মে ২০২৪, ৩০ বৈশাখ ১৪৩১, ০৪ জিলক্বদ ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

বাগেরহাট জেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ১৪ ডিসেম্বর, ২০২১, ১২:০৫ এএম

বাগেরহাটে বি.সি ভাষা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক কামরুজ্জামান তরফদারের ওপর হামলার প্রতিবাদে ও হামলাকারীদের বিচারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। গতকাল সোমবার সকালে পারনোয়াপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে ঘণ্টাব্যাপী এই মানববন্ধন কর্মসূচি পালন করে এলাকাবাসি।
মানববন্ধনে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান, মুক্তিযোদ্ধা ইউছুপ আলী খান, শিক্ষক শহিদুল ইসলাম, মামলার বাদী রুহুল আমীন তরফদার, রানা তরফদার, বাবলু তরফদার প্রমুখ।
বাক্তার বলেন, বি.সি ভাষা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক কামরুজ্জামান তরফদার একজন মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান। গত ৮ ডিসেম্বর রাতে পূর্ব শত্রæতার জের ধরে স্থানীয় শাজাহান পাইক তরিক শেখের নেতৃত্বে একদল সন্ত্রাসী তাকে হত্যার উদ্যেশ্যে বেধড়ক পিটিয়ে ও কুপিয়ে গুরুতর আহত করে। প্রথমে তাকে উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালে নেয়া হয়। পরে অবস্থার অবনতি হলে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। এ ঘটনার পর আহতের ভাই বাদী হয়ে বাগেরহাট মডেল থানায় মামলা করেন। কিন্তু পুলিশ এখনও কাউকে আটক করতে পারেনি।
এদিকে মামলার বাদীকে সন্ত্রাসীরা হমুকী দিচ্ছে বলে দাবি করে মানববন্ধন থেকে অভিলম্বে শিক্ষক কামরুজ্জামান তরফদারের উপর হামলাকারীদের গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানান বক্তরা।
বাগেরহাট মডেল থানার ওসি কেএম আজিজুল ইসলাম জানান, এবিষয়ে বাগেরহাট মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। পুলিশ তদন্ত করে ব্যবস্থা গ্রহন করবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন