শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভ্যন্তরীণ

প্রেমিকের শাস্তি চেয়ে প্রেমিকার আত্মহত্যা

শরীয়তপুর জেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ১৪ ডিসেম্বর, ২০২১, ১২:০৫ এএম

প্রেমিকের ছবিযুক্ত চিরকুট লিখে আত্মহত্যা করেছে রাবেয়া আক্তার (১৮) নামের এক তরুণী। ডামুড্যা থানা পুলিশ তরুণীর লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করেছে। তরুণীর লিখিত চিরকুটও যাচাই কাজ শুরু করেছে পুলিশ। জানা গেছে, রাবেয়া শরীয়তপুরের ডামুড্যা উপজেলার কনেশ্বর ইউনিয়নের সুতলকাঠি গ্রামের বিল্লাল সরদারের মেয়ে। ডামুড্যা পৌরসভার কুলকুড়ি গ্রামে বোনের বাড়িতে বেড়াতে গিয়ে রাবেয়া আত্মহত্যা করে। গত রোববার ভোরে সংবাদ পেয়ে শরীফ মঞ্জিল থেকে রাবেয়ার লাশ উদ্ধার করে পুলিশ। একই সাথে রাবেয়ার লিখে যাওয়া চিরকুট ও তার প্রেমিকের ছবি উদ্ধার করা হয়। চিরকুটে লেখা ছিল, আমি রাবেয়া। আমার মৃত্যুর জন্য জাকির, তার বাবা-মা, বড় ভাই, ভাবী ও বোন দায়ী। জাকির আমাকে এই পৃথিবীতে বাঁচতে দেয়নি তাই আমি জাকিরের কঠিন শাস্তি চাই।
আমিও চাই না জাকির পৃথিবীতে বেঁচে থাকুক। জাকির আমাকে মরতে বাধ্য করেছে। টিরকুটের সাথে জাকিরের ছবিও সংযুক্ত ছিল।
শরীফ মঞ্জিলের মালিক ফারুখ শাহ, ডামুড্যা থানা পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রাবেয়া কয়েকদিন পূর্বে তার বোনের শ্বশুর বাড়িতে বেড়াতে আসে। ১২ ডিসেম্বর রোববার রাতে খাবার খেয়ে একটি কক্ষে রাবেয়া ঘুমিয়েছিল। গতকাল সোমবার সকালে প্রতিবেশীরা ফ্যানের সাথে রাবেয়ার লাশ ঝুলতে দেখে পুলিশকে খবর দেয়।
ডামুড্যা থানা ওসি শরীফ আহমেদ বলেন, লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। অভিযোগ পেলে মামলা নেয়া হবে। ময়না তদন্ত প্রতিবেদন হাতে পেলে আইনি কার্যক্রম শুরু হবে। জানাগেছে জাকির নামে একটি ছেলের সাথে রাবেয়ার প্রেমের সম্পর্ক ছিল। রাবেয়ার লিখে যাওয়া চিরকুটটি যাচাই চলছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন