কুড়িগ্রাম জেলা সংবাদদাতা
কুড়িগ্রাম সদর উপজেলার মোগলবাসায় ধরলা নদীর ভাঙন রোধের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ভাঙন কবলিত এলাকায় গতকাল সোমবার সকালে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে স্কুল, কলেজ, মাদ্রাসার শিক্ষার্থীসহ কয়েক হাজার এলাকাবাসী অংশ নেয়। মানববন্ধনে বক্তব্য রাখেন মোগলবাসা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নুরুজ্জামান বাবলু, মোগলবাসা দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল হাই, শিক্ষক রেজাউল করিম রেজাসহ শিক্ষার্থীরা। মানববন্ধনে বক্তারা জানান, কুড়িগ্রামে ধরলা নদীর তীব্র ভাঙনে প্রতিদিনই নদীগর্ভে বিলীন হচ্ছে ঘর-বাড়ীসহ ফসলী জমি। মোগলবাসা ইউনিয়নে গত এক সপ্তাহের ভাঙনে ৩ শতাধিক ঘর-বাড়ী বিলীন হয়েছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন