শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আন্তর্জাতিক সংবাদ

সিসিলিতে গ্যাস বিস্ফোরণ : ৭ জনের লাশ উদ্ধার

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৫ ডিসেম্বর, ২০২১, ১২:০২ এএম

সিসিলির রাভানুসা শহরে গত শনিবার এক বিস্ফোরণে ধ্বংস হওয়া বাড়িগুলো থেকে সোমবার উদ্ধারকারীরা মৃতদেহগুলো বের করেছেন। সন্দেহ করা হচ্ছে সেখানে গ্যাস বিস্ফোরণ ঘটে। দেশটির জাতীয় ফায়ার সার্ভিস নিশ্চিত করেছে যে, ঐ দুর্ঘটনায় অন্ততঃ সাতজন নিহত হয়েছে। রয়টার্সের একজন প্রত্যক্ষদর্শী জানিয়েছেন যে, সকালের দিকে প্রশিক্ষিত কুকুরগুলো চারজনের মৃতদেহ খুঁজে পায়। যার মধ্যে নয় মাসের গর্ভবতী একজন নার্স ছিলেন। দমকলকর্মী এবং জননিরাপত্তা বিভাগের লোকেরা ধ্বংসস্তুপ থেকে মৃতদেহগুলো বের করে আনেন। জাতীয় ফায়ার সার্ভিসের একজন মুখপাত্র আরএআই নিউ টোয়েন্টি ফোর টেলিভিশনকে জানিয়েছেন, গত শনি থেকে রোববারে মধ্যে আরও তিনজনের মৃতদেহ খুঁজে পাওয়া গেছে। এখনও দুইজন নিখোঁজ রয়েছেন। সূত্র : ভিওএ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন