ফতুল্লায় গ্যাস বিস্ফোরণ হয়ে শিশুসহ পরিবারের ৪জন দগ্ধ হয়েছেন। মঙ্গলবার (১০ মে) ভোর ৫টায় দাপা ইদ্রাকপুর পাইলট স্কুলের পূর্ব পাশের এলাকায় কাউসারের টিনশেড বাড়িতে এ দুর্ঘটনাটি ঘটে।
আহতরা হলেন, রিকশা চালক আনোয়ার হোসেন (৪০), স্ত্রী রোজিনা আক্তার (৩৩), বড় ছেলে রোমান (১৭) ও স্কুল শিক্ষার্থী রোহান (৯)।
বিস্ফোরণের খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এবং দগ্ধদের উদ্ধার করে ঢাকা মেডিকেল শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠান। জানা যায়, রোজিনার শরীরের ১৪ শতাংশ, আনোয়ারের ১৭, রোহানের ৩৫ শতাংশ দগ্ধ হয়েছে। তাদের ৩ জনকে ভর্তি রাখা হয়েছে। আর রোমানকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।
ফতুল্লা ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার আলম হোসেন বলেন, খবর পেয়ে সাথে সাথে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এ ঘটনায় ৪জন দগ্ধ হয়েছে। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে বাড়ির পেছনে গ্যাস লাইনের রাইজারের লিকেজ থেকে আগুন লেগে বাড়িতে ছড়িয়ে যায়।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন