ধর্মীয় ও আর্থসামাজিক প্রেক্ষাপটে পুরোহিত ও সেবাইতদের দক্ষতা বৃদ্ধি প্রকল্প (২য় পর্যায়) এর আওতায় পিরোজপুরে প্রশিক্ষক কর্মকর্তাদের জন্য পরিচায়ক কোর্স শীর্ষক অবহিতকরন সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকালে ধর্মীয় ও আর্থসামাজিক প্রেক্ষাপটে পুরোহিত ও সেবাইতদের দক্ষতা বৃদ্ধি প্রকল্প (২য় পর্যায়) হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট বরগুনা জেলা কার্যালয়ের আয়োজনে জেলা প্রশাসনের শহীদ আব্দুর রাজ্জাক-সাইফ মিজান সভাকক্ষে এ অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়। ধর্ম বিষয়ক মন্ত্রনালয় হিন্দু ধর্মীয়
কল্যান ট্রাষ্টের ট্রাস্টি সুরঞ্জিত দত্ত লিটুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক আবু আলী মোঃ সাজ্জাদ হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ সাঈদুর রহমান পিপিএম।
জেলা সিভিল সার্জন ডা. হাসনাত ইউসুফ জাকি। এসময় উন্মুক্ত আলোচনা করেন বাংলাদেশ টেলিভিশন বিটিভি এর জেলা প্রতিনিধি এস এম পারভেজ। অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন প্রকল্পের বরগুনা জেলা কার্যালয়ের জুনিয়র কন্সালটেন্ট আকাশ হীরা। এসময় বিভিন্ন দপ্তরের প্রধানগন, কলেজ প্রধান ও পূজা পরিষদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন