শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভ্যন্তরীণ

কৃষকদের কৃষি প্রণোদনা

উজিরপুর (বরিশাল) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৫ ডিসেম্বর, ২০২১, ১২:০৪ এএম

দেশব্যাপী রবি কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় উজিরপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের ১০ হাজার ৬৫০ জন কৃষকের মধ্যে ৩৭ হাজার কেজি বীজ এবং ৭৬ হাজার ২৫০ কেজি সার বিতরণ করা হয়। এই উপজেলায় ৪১ হাজার ২০০ জন পুরুষ ও ৪৫০ জন মহিলা কৃষকের বাস। এখানে সকল প্রকার ফসল জন্মে, এখানকার মাটিও খুব উর্বর। কৃষকের পাশে থেকে প্রনোদনা, উৎসাহ, অনুপ্রেরনা ও পরামর্শ দিয়ে ফসল উৎপাদনে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। উপজেলা কৃষি অফিসার মো. তৌহিদুল ইসলাম বলেন- সরকারের পাশাপাশি আমরাও সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছি। সরকারের দেয়া প্রণোদনা আমরা সঠিকভাবে ও সময়মত কৃষকের হাতে তুলে দিচ্ছি, তবে প্রকৃতির দুর্যোগে কৃষকরা প্রায় ক্ষতিগ্রস্থ হন। ফলে অনেক সময় আমরা আশানুরুপ ফসল থেকে বঞ্চিত হই।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন