সোনাইমুড়ী (নোয়াখালী) উপজেলা সংবাদদাতা
গোপন সংবাদের ভিত্তিতে সোনাইমুড়ী উপজেলার বিভিন্ন এলাকা থেকে থানার পুলিশ অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত আসামি ও মাদক বিক্রেতাসহ ৪ জনকে গ্রেফতার করেছে। পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার জয়াগ বাজার থেকে গতকাল সোমবার দুপুরে পারিবারিক মামলায় ৩ মাসের বিনাশ্রম সাজাপ্রাপ্ত আসামি ভাওরকোট গ্রামের মোঃ হুমায়ুন কবির খোকন, রোবববার রাতে সোনাইমুড়ী বাজার থেকে মাদক মামলায় ১ বছরের সাজাপ্রাপ্ত আসামি ভানুয়াই গ্রামের আরিফুর রহমান সুজন, একই দিন সন্ধ্যায় চৌমুহনী বাজার থেকে মাদক মামলায় ৮ মাসের সাজাপ্রাপ্ত আসামি দক্ষিণ বজরা গ্রামের ওমর ফারুক প্রকাশ পরুলও রোববার গভীর রাতে নদনা ইউপির জগজীবনপুর গ্রামের বাদশা মিয়ার বাড়ীর সামনে থেকে ১০ পিচ ইয়াবা ও ১০ পুরিয়া গাঁজাসহ জগজীবনপুর গ্রামের বেলাল হোসেনকে আটক করে সোনাইমুড়ী থানা পুলিশ।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন