মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভ্যন্তরীণ

জমি সংক্রান্ত বিরোধে হামলা ভাঙচুর লুটপাট মহিলাসহ আহত ৫

প্রকাশের সময় : ১৩ ফেব্রুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

পটিয়া (চট্টগ্রাম) উপজেলা সংবাদদাতা : চট্টগ্রামের পটিয়ায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছাত্রীসহ ৫ জন গুরুতর জখম হয়েছে। আহতরা হলেন- ইদ্রিস আলম, সাজেদা বেগম, আছমা বেগম, সাইফু ও নাহিদা আক্তার। আহতদের পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় গত বুধবার সাজেদা বেগম বাদী হয়ে অজ্ঞাতনামা ৮ জনসহ এজাহারনামীয় ১১ জনের বিরুদ্ধে পটিয়া থানায় একটি এজাহার দায়ের করেছে। এজাহার সূত্রে জানা যায়, ভূমি সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে পটিয়া পৌর সদরের ১ নং ওয়ার্ডের আল্লাই কাগজীপাড়া এলাকার মুন্সী ইদ্রিস আলমের সাথে পার্শ্ববর্তী নজরুল ইসলামদের সাথে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। বিরোধের সূত্র ধরে গত বুধবার রাতে বিবাদীরা দলবদ্ধভাবে মুন্সি ইদ্রিস আলমের বসতবাড়ীতে হামলা চালিয়ে বসতঘর ভাঙচুর ও বিভিন্ন মালামাল লুট করে নিয়ে যায়। এ সময় তাদের হামলায় বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছাত্রী ইসমত আরাসহ ৫ জন গুরুতর আহত হয়। খবর পেয়ে পটিয়া থানায় পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ব্যাপারে পটিয়া থানার ওসি রেফায়েত উল্লাহ চৌধুরী জানান, ‘হামলার ঘটনায় একটি লিখিত এজাহার পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন