রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১, ১৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

সরকারি ওষুধ বিক্রির অভিযোগে আটক

প্রকাশের সময় : ২৬ অক্টোবর, ২০১৬, ১২:০০ এএম

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) উপজেলা সংবাদদাতা

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার হরিপুর ইউনিয়নের চরচরিতাবাড়ি গ্রাম থেকে সরকারি ওষুধ বিক্রির অভিযোগে হারুন-অর রশিদ মিলন মিয়া নামের এক ফার্মেসী মালিককে আটক করেছে থানা পুলিশ। থানা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে গত রোববার রাতে কঞ্চিবাড়ি পুলিশ তদন্ত কেন্দ্রের এএসআই আল-আমিন মিয়া চরচরিতাবাড়ি গ্রামের বিবিসি মোড় নামক স্থানে মিলন ফার্মেসীতে অভিযান চালায়। এতে সরকারি লেবেলযুক্ত প্যারাসিটামল সিরাপ, ট্যাবলেট ও বেশ কিছু বিক্রয় নিষিদ্ধ সরকারি ওষুধসহ ওই হারুন অর রশিদ মিলনকে আটক করেন। মিলন চরচরিতাবাড়ী গ্রামের আলহাজ ছামিউল ইসলামের পুত্র। থানা অফিসার ইনচার্জ ইসরাইল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, তার বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন