আখের সঙ্গে এ কেমন শত্রুতা। নাটোরের লালপুরে শত্রুতা করে মুস্তাফিজুল আলম নামের এক আ.লীগ নেতার দুই বিঘা জমির আখ পুড়িয়ে দিয়েছে দুবৃর্ত্তরা। গত রোববার দুপুরে লালপুর উপজেলার ওয়ালিয়া ইউনিয়নের শিমুলতলা এলাকার মাঠে এই ঘটনা ঘটে। মুস্তাফিজুল আলম উপজেলা আ.লীগের যুব ও ক্রীড়া বিয়ষক সম্পাদক। এতে প্রায় ৫০ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন ক্ষতিগ্রস্থ আ.লীগ নেতা মুস্তাফিজুল আলম। মুস্তাফিজুল আলম জানান, ‘শত্রুতা করে কে বা কারা গত রোববার দুপুরে শিমুলতলা এলাকার তার দুই বিঘা আখের জমিতে আগুন লাগিয়ে দেয়। খবর পেয়ে বাগাতিপাড়া ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রনে আনলেও জমির সব আখ পুড়ে যায়।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন