শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভ্যন্তরীণ

কুড়িগ্রামে বাঁধ সংস্কার ও নদী শাসনের দাবি

কুড়িগ্রাম জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২১ ডিসেম্বর, ২০২১, ১২:০৩ এএম

কুড়িগ্রামের উলিপুর উপজেলার বজরায় তিস্তার ভাঙনে বিলীন হওয়া বাঁধ সংস্কার ও নদীশাসনের দাবিতে মানববন্ধন করেছে ভাঙন কবলিত এলাকার মানুষজন। গত রোববার দুপুরে সাতালস্কর প্রাইমারী স্কুলের পাশে তিস্তার নদীর পাড়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে ওই এলাকার নারী-শিশুসহ সহস্রাধিক মানুষ অংশ নেয়। এ সময় বক্তব্য রাখেন, বজরা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল কাইম সরকার, ইউপি সদস্য আবু তালেব মোল্লা, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ, শিক্ষক মাহতাব হোসেন, বিমল কুমার সাহাসহ অন্যান্যরা।
বক্তারা বলেন, দেড় কোটি টাকা ব্যয়ে নির্মিত বাঁধটি গত বন্যায় ভেঙে যায় এবং এলাকাবাসী বন্যা কবলিত হয়ে পরে। এরপর বিভিন্ন দপ্তরে যোগাযোগ করার পরও ব্যবস্থা নেয়নি পানি উন্নয়ন বোর্ড। এ অবস্থায় ভেঙে যাওয়া বাঁধটি সংস্কার করা না হলে আগামী বর্ষা মৌসুমে বৃষ্টি শুরু হলে বজরা এলাকায় ভাঙন বেড়ে যাবে। এছাড়া বাঁধ না থাকায় অল্প পানিতেই এলাকায় বন্যা সৃষ্ট হবে। তাই শুকনো মৌসুমেই বাঁধ সংস্কারসহ নদী শাসনের দাবি জানান বক্তারা।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন