শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

ফেনীতে বিনা ভোটে নির্বাচিত হচ্ছেন আ.লীগের ৮ চেয়ারম্যানপ্রার্থী

ফেনী জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২১ ডিসেম্বর, ২০২১, ১২:০৩ এএম

ফেনী সদর উপজেলার ১২টি ইউনিয়ন পরিষদের নির্বাচনে প্রত্যাহারের শেষ দিনে চেয়ারম্যান পদে ৮ ইউপিতে বিনাভোটে নির্বাচিত হতে যাচ্ছেন আ.লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থীরা। তাদের মধ্যে ৭ জনই পুনরায় চেয়ারম্যান হচ্ছেন। গত রোববার মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে এককপ্রার্থী হিসেবে তাদের বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করা হয়েছে। নির্বাচিত ৮ জনের সবাই আ.লীগ মনোনীত নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী। এছাড়া সাধারণ সদস্য পদে ৪ জন এবং সংরক্ষিত মহিলা সদস্য পদে ৫ জন বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হতে যাচ্ছেন। সংশ্লিষ্টদের মতে ইউপি নির্বাচনে এতো সংখ্যক চেয়ারম্যান প্রার্থী এর আগে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় কখনও নির্বাচিত হয়নি। চলতি ইউপি নির্বাচনে দাগনভূঞা ইউপি নির্বাচনে আ.লীগের ৬ চেয়ারম্যান প্রার্থী বিনা ভোটে চেয়ারম্যান হচ্ছেন। সে হিসেবে বিনাপ্রতিদ্বন্দ্বিতার রেকর্ড হচ্ছে ফেনী সদরে। ফেনী সদরে বিনাপ্রতিদ্বন্ধিতায় নির্বাচিত চেয়ারম্যান প্রার্থীরা হচ্ছেন, শর্শদি ইউপিতে জানে আলম ভূঞা, ধর্মপুর ইউপিতে শাহাদাত হোসেন সাকা, কালিদহ ইউপিতে দেলোয়ার হোসেন ডালিম, কাজীরবাগ ইউপিতে কাজী বুলবুল আহমেদ সোহাগ, ফাজিলপুর ইউপিতে মজিবুল হক রিপন, মোটবী ইউপিতে হারুন অর রশীদ এলএলবি, বালিগাঁও ইউপিতে মোজাম্মেল হক বাহার, ফরহাদনগর ইউপিতে মোশাররফ হোসেন টিপু।

ফেনী সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. জসীম উদ্দিন জানান, মনোনয়নপত্র প্রত্যাহার শেষে একক প্রার্থী থাকায় চেয়ারম্যান পদে ৮ জন, সাধারণ সদস্য পদে ৪ জন ও সংরক্ষিত নারী সদস্য পদে ৫ জনকে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়েছে। তফসিল মোতাবেক গতকাল সোমবার চূড়ান্ত প্রতিদ্বন্ধিদের মাঝে প্রতীক বরাদ্দ দেয়া হবে। উপজেলা নির্বাচন কর্মাকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, তফসিল অনুযায়ী রবিবার মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে ৭ জন চেয়ারম্যান প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেন। তন্মধ্যে ফাজিলপুর ইউনিয়নে ১ জন, ফরহাদনগর ইউনিয়নে ২ জন, বালিগাঁও ইউনিয়নে ৩ জন, ও কালিদহ ইউনিয়নে ১ জন। প্রার্থীতা প্রত্যাহার করে নেয়ায় এসব ইউনিয়নে একক প্রার্থী থাকায় যথাক্রমে মজিবুল হক রিপন, মোশাররফ হোসেন টিপু, মোজাম্মেল হক বাহার ও দেলোয়ার হোসেন ডালিমকে বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত ঘোষণা করা হয়েছে। এর আগে গত ১২ ডিসেম্বর চেয়ারম্যান পদে দাখিলকৃত মনোনয়নপত্র যাছাই বাছাই শেষে মোটবী ইউপিতে ৬ চেয়ারম্যান প্রাথী, ধর্মপুরে ২ চেয়ারম্যান প্রার্থী, শর্শদিতে ১ চেয়ারম্যান প্রার্থী ও ছনুয়াতে ১ চেয়ারম্যান প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়। ফলে এসব ইউনিয়নে একক প্রার্থী থাকায় চেয়ারম্যান পদে ধর্মপুর ইউপিতে শাহাদাত হোসেন সাকা, শর্শদি ইউপিতে জানে আলম ভূঞা, মোটবী ইউপিতে হারুন অর রশীদকে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়েছে। এর আগে কাজীরবাগ ইউনিয়নে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন পর্যন্ত অন্য কেউ মনোনয়নপত্র দাখিল না করায় একমাত্র একক প্রার্থী হওয়ায় বর্তমান চেয়ারম্যান কাজী বুলবুল আহমেদ সোহাগকে বিনাপ্রতিদ্বন্ধিতায় নির্বাচিত ঘোষণা করা হয়। উল্লেখ্য, আগামী ৫ জানুয়ারি পঞ্চম ধাপের ইউপি নির্বাচনে ফেনী সদরের ১২ ইউনিয়নে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (1)
মোহাম্মদ দলিলুর রহমান ২১ ডিসেম্বর, ২০২১, ৫:০৮ এএম says : 0
আন্ডার নির্বাচন
Total Reply(0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন