শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভ্যন্তরীণ

ঘর পরিদর্শনে বিভাগীয় কমিশনার

খাগড়াছড়ি জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২১ ডিসেম্বর, ২০২১, ১২:০৩ এএম

খাগড়াছড়ি সদর উপজেলা কুমিল্লা টিলা এলাকায় মুজিববর্ষ উপলক্ষে ভূমিহীন ও গৃহহীন ২৫ পরিবারের জন্য ২য় পর্যায়ে নির্মাণাধীন গৃহের কাজের স্বচ্ছতা যাছাই-বাছাইয়ে পরিদর্শন করেছেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার, এনডিসি, মোহাম্মদ কামরুল ইসলাম। গত রোববার তিনি পরিদর্শন করেন, গৃহ নির্মাণ কাজ দেখে এবং গুণগত মান বজায় রাখায় সন্তোষ প্রকাশ করেন। পরিদর্শনকালে তিনি প্রাক্কলন মোতাবেক সকল কাজ পরীক্ষা নিরীক্ষা করে দেখেন। এ সময় উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস, সদর উপজেলা চেয়ারম্যান মো. শানে আলম, সদর উপজেলা নির্বাহী অফিসার মাহফুজা মতিন, সহকারী কমিশনার (ভূমি) পিয়াস চন্দ্র দাস, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান মো. আকতার হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কাজি মাসুদুর রহমান ও স্থানীয় জনসাধারণ।

জানা যায়, সদর উপজেলা ২নং পৌর ওয়ার্ডের কুমিল্লা টিলা এলাকায় ২৫টি গৃহহীন-ভূমিহীন, পরিবারের মাঝে ঘরের চাবি বুঝিয়ে দেয়া হয়েছে। ঘর পেয়ে গৃহহীন মানুষদের মুখে আনন্দের হাসি ফুটে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন