কুড়িগ্রামের ফুলবাড়ি উপজেলায় বিরল প্রজাতির একটি শকুন উদ্ধারের পর দিনাজপুরের সিংরায় অবমুক্ত করা হয়েছে। গতকাল মঙ্গলবাব অবমুক্ত করা শকুনটি গত রোববার সন্ধ্যায় উদ্ধার করেন ফুলবাড়ির আহম্মদ আলী নামে এক শ্রমিক সরদার।
কুড়িগ্রাম বন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মমিনুল ইসলাম জানান, গত রোববার সন্ধ্যার দিকে ফুলবাড়ি উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের আমতলা বাজার সংলগ্ন মাঠে জালে আটকে পড়ে। এ অবস্থায় শকুনটি দেখে আহম্মদ আলী উদ্ধার করে নাওডাঙ্গা ফুলের পার সংলগ্ন কুটি চন্দ্রখানা গ্রামে নিজের বাড়িতে নিয়ে যান।
এদিকে এই খবর পেয়ে আশেপাশের লোকজন শকুনকে এক নজর দেখতে গত সোমবার সকাল থেকে বিকাল পর্যন্ত আহম্মদ আলীর বাড়িতে ভিড় জমায়। পরে বিকেলে শকুনটি জেলা বন বিভাগ তাদের হেফাজতে নিয়ে যায়। গতকাল শকুন দিনাজপুরে নিয়ে যাওয়ার পর সিংরায় অবমুক্ত করা হয়েছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন