শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

নতুন বই বিতরণ নিয়ে অনিশ্চয়তা রংপুরে

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৩ ডিসেম্বর, ২০২১, ৭:৩৩ পিএম

গত বছর করোনার কারণে ভ্যানে করে শিক্ষার্থীদের বাড়িতে নতুন বই পৌঁছে দেয়ার উদ্যোগ নেয়া হয়েছিল। কিন্তু এবার রংপুরে এবার পহেলা জানুয়ারি থেকে বই বিতরণ কিভাবে হবে সে বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি। এবছর প্রাথমিকের বই এসেছে। তবে বৃহস্পতিবার পর্যন্ত প্রাথমিকের বই রংপুর বিভাগের কয়েকটি জেলায় পেয়েছে চাহিদার ৮০ শতাংশ।

অপরদিকে বই বিতরণের আর মাত্র ৭ দিন বাকি থাকলেও মাধ্যমিক পর্যায়ে এ পর্যন্ত কোনো বই আসেনি। ফলে সঠিক সময়ে শিক্ষার্থীরা বই পাবে কিনা এ নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। জেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, রংপুর জেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা দেড় হাজারের কিছু ওপরে। এছাড়াও কিন্ডার গার্টেনসহ বেসরকারি বিদ্যালয় মিলে প্রায় দু’হাজার প্রাথমিক বিদ্যালয় রয়েছে। এসব বিদ্যালয়ে বইয়ের চাহিদা প্রায় সাড়ে ২০ লাখ। প্রাথমিক শিক্ষা অফিসের দাবি, রংপুর, দিনাজপুর, পঞ্চগড় ও ঠাকুরগাঁওয়ে শতভাগ বই এসেছে। বিভাগের অন্য জেলাগুলোতে এ পর্যন্ত ৮০ শতাংশ বই এসেছে। দুই একদিনের মধ্যে বাকি বই চলে আসবে।

রংপুরে মাধ্যমিক পর্যায়ে ষষ্ঠ থেকে দশম শ্রেণির কোনো বই এখনো আসেনি। বিভাগে ৩ হাজারে বেশি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। এসব শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীর সংখ্যা ১৪ লাখের ওপর। সরকারের সিদ্ধান্ত মোতাবেক পহেলা জানুয়ারি বই দিতে হলে হাতে সময় আছে মাত্র এক সপ্তাহ। এর মধ্যে বই না এলে মাধ্যমিক পর্যায়ে কয়েক লাখ শিক্ষার্থীর যথা সময়ে বই প্রাপ্তি অনিশ্চিত হয়ে পড়বে। তবে মাধ্যমিক বিভাগীয় শিক্ষা কর্মকর্তা বলছেন সময় মত বই এসে যাবে। রংপুর মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগীয় উপ-পরিচালক আক্তারুজামান জানান, মাধ্যমিক পর্যায়ের বই এখনো আসেনি। তবে সময় মত বই আসবে বলে তিনি আশা প্রকাশ করেন।

রংপুর প্রাথমিক শিক্ষা উপ-পরিচালক মোজাহেদুল ইসলাম বলেন, প্রাথমিকে চাহিদার শতভাগ বই এসেছে। তবে কয়েকটি জেলায় এপর্যন্ত ৮০ শতাংশ বই এসেছে। বাকি বই দুই একদিনের মধ্যে এসে যাবে। তবে এবার বই বিতরণ কিভাবে হবে এ বিষয়ে এ পর্যন্ত কোনো সিদ্ধান্ত হয়নি। বই বিতরণের বিষয়ে তিনি আগামী সপ্তাহে সভা হবে বলেও জানান।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন