মঙ্গলবার, ২১ মে ২০২৪, ০৭ জ্যৈষ্ঠ ১৪৩১, ১২ জিলক্বদ ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

জাহাজ ভাঙা কারখানায় চার শ্রমিক দগ্ধ

সীতাকুন্ড (চট্টগ্রাম) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৬ ডিসেম্বর, ২০২১, ১২:০৪ এএম

চট্টগ্রামের সীতাকুন্ড সাগর উপক‚লে অবস্থিত একটি শিপ ব্রেকিং ইয়ার্ডে দুর্ঘটনায় ৪ শ্রমিক অগ্নিদগ্ধ হয়েছে বলে জানা গেছে। এদের মধ্যে একজনের অবস্থা গুরুতর। গতকাল শনিবার সকাল আনুমানিক ৮টার দিকে যমুনা স্টিল শিপ ব্রেকিং ইয়ার্ডে এ দুর্ঘটনা ঘটনা ঘটে। আহত শ্রমিকরা হলো গাইবান্ধার সুন্দরগঞ্জ থানার গোদা গ্রামের সিদ্দিকের ছেলে মামুন ফিরোজ (২৪), নাটোর জেলার গোবিন্দপুর থানার নোয়াপাড়া গ্রামের সাদেক আলীর ছেলে মোহাম্মদ সোহেল রানা (২৫), বগুড়া আদমদীঘি থানার শান্তিরা গ্রামের মোহাম্মদ আনোয়ার হোসেনের ছেলে জাহিদ হাসান (২৬) ও রংপুর জেলার পীরগঞ্জ থানার মোহাম্মদপুর গ্রামের মো. ইব্রাহিমের ছেলে মিজানুর রহমান মিলন (৪০)। স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল সীতাকুÐ শীতলপুর সাগর উপক‚লে অবস্থিত যমুনা স্টিল শিপব্রেকিং ইয়ার্ডে আমদানিকৃত স্ক্র্যাপ জাহাজে কাজ করছিল শ্রমিকরা। এসময় অক্সিএসিটিলিন গ্যাসে আগুন লেগে সেটি স্পার্ক করে দাহ্য পদার্থে ছড়িয়ে পড়লে আশপাশের কর্মরত ৪ শ্রমিক অগ্নিদ্বগ্ধ হয়। এ ঘটনার পরেই ইয়ার্ড কর্তৃপক্ষ আহত শ্রমিকদের উদ্ধার করে হাসাপাতালে পাঠিয়ে দেন। সীতাকুÐ মডেল থানার ওসি মো. আবুল কালাম আজাদ জানান, শনিবার সকালে যমুনা স্টিল শিপব্রেকিং ইয়ার্ডে কাজ করার সময় অক্সি এসিটিলিন গ্যাসের আগুন থেকে ৪ শ্রমিক অগ্নিদগ্ধ হয়। তবে এদের মধ্যে একজনের অবস্থা গুরুতর।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন