গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) উপজেলা সংবাদদাতা
গাইবান্ধার গোবিন্দগঞ্জে গতকাল বুধবার সকালে পৌর শহরের রংপুর-বগুড়া মহাসড়কের এমপি পাড়া এলাকায় যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ১ জন নিহত ও ৮ জন আহত হয়েছে। প্রত্যক্ষদর্শী ও গোবিন্দগঞ্জ হাইওয়ে থানা সূত্রে জানা গেছে, গাইবান্ধা থেকে ছেড়ে আসা বগুড়াগামী যাত্রীবাহী বাস নান্নু পরিবহন (বগুড়া-জ-১১-০০৫২) সকাল ৯টার দিকে রংপুর-বগুড়া মহাসড়কের গোবিন্দগঞ্জ পৌর শহরের এমপি পাড়া মোর অতিক্রম করা কালে বিপরীত দিক থেকে দ্রুত গতিতে ছুটে আসা একটি অজ্ঞাত ট্রাক বাসটিকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে বাসের যাত্রী জহুরুল ইসলাম (৫০) ঘটনাস্থলেই নিহত ও ৮ ব্যক্তি আহত হয়। নিহত জহুরুল পলাশবাড়ী উপজেলার ঢোলভাংগা ঝালিংগী গ্রামের মৃত ছাফাতুল্লার পুত্র। আহতরা হলো- কোমরপুরের ভগবানপুর গ্রামের তৌহিদুল ইসলামের স্ত্রী বিউটি, মহিমাগঞ্জের আঃ কাফীর কন্যা কনা আকতার, মাঠেরহাটের আঃ বাকীর পুত্র মমতাজ, গাইবান্ধা সদরের শাহজাহানের পুত্র আঃ মালেক ও মুন্সীপাড়ার লুৎফর রহমানের পুত্র সাদেকুল ইসলাম, গোবিন্দগঞ্জের ছাতার পাড়ার এজবরের পুত্র সুজন মিয়া, গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রাক্তন টিএইচও ডাঃ আকতারুজ্জামান, নুরুল ইসলামের পুত্র মাহফুজার। আহতদের মধ্যে গুতর ৫ জনকে বগুড়া শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন