দৈনিক ইনকিলাবের চট্টগ্রাম জেলার চন্দনাইশ উপজেলা সংবাদদাতা এম. এ. মোহসীনের মা শামসুন নাহার (৭০) গত শুক্রবার সন্ধ্যায় বার্ধক্যজনিত কারণে চমেক হাসপাতালে ইন্তেকাল করেন। গত শনিবার চন্দনাইশ পশ্চিম এলাহাবাদ ফাজিল মাদরাসা ময়দানে তার জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। মৃত্যুকালে তিনি ২ পুত্র ২ কন্যা, নাতি-নাতনীসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন।
তার হঠাৎ মৃত্যুতে দোহাজারী প্রেসক্লাব সভাপতি এম এ রাজ্জাক রাজ, সাধারণ সম্পাদক নাছির উদ্দীন বাবলু, চন্দনাইশ প্রেসক্লাব সভাপতি মাস্টার নুরুল আলম, সাংবাদিক আজগর আলী, সাংবাদিক সামছুল আলম টগর, মাস্টার হুমায়ুন করিব, করোনা লাশ দাফন-কাফন কর্মসূচির সহকারী প্রচার সম্পাদক মুহাম্মাদ আলমগীর ইসলামসহ
এলাকাবাসী গভীর শোক প্রকাশ করেন এবং এছাড়া ইনকিলাব মফস্বল সম্পাদক আলম শামস ও মফস্বল বিভাগের সংবাদিকবৃন্দ গভীর শোক প্রকাশ করে শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন