শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

নালিতাবাড়ীতে একরাতে তিন কৃষকের ১১ গরু চুরি

শেরপুর প্রতিনিধি | প্রকাশের সময় : ২৬ ডিসেম্বর, ২০২১, ৯:২৫ পিএম

শেরপুরের নালিতাবাড়ীকে একরাতে একই এলাকার তিন কৃষকের ১১টি বিদেশি জাতের গরু চুরি করে নিয়ে গেছে সংঘবদ্ধ চোরচক্র।

রোববার (২৬ ডিসেম্বর) ভোররাতে উপজেলার গাগলাজানি গ্রামে দূধর্ষ এ চুরির ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্ত পরিবার সূত্র জানায়, শনিবার দিবাগত রাতে প্রতিদিনের মতো যার যার গোয়ালে গরু রেখে ঘুমাতে যান। ভোরে উঠে দেখতে পান আব্দুস সাত্তার এর ৩টি, আব্দুল জুব্বার এর ৬টি এবং হারুন এর ২টি বিদেশি জাতের গাভী ও বাছুর চুরি হয়ে গেছে। পরে তারা খোঁজাখুঁজি করে জানতে পারেন কাছেই থাকা নালিতাবাড়ী-শেরপুর সড়কপথে ভারি যানবাহনে করে গরুগুলোকে নিয়ে যাওয়া হয়েছে।

ক্ষতিগ্রস্ত পরিবারের দাবী, ১১টি গরুর মূল্য প্রায় পচিশ লাখ টাকা হবে। এর ফলে তারা পথে বসতে চলেছেন।

ক্ষতিগ্রস্ত কৃষক আব্দুস সাত্তার জানান, আমি রাত দুইটার সময়ও গোয়ালঘর থেকে দেখে এসেছি গরু তিনটি ছিল। কিন্তু ভোরে গোয়ালঘর থেকে গরু বের করতে গেলে দেখি সবগুলো চুরি হয়ে গেছে।

এদিকে গরু চুরি যাওয়ার ঘটনায় হতবিহ্বল হয়ে পড়েছেন ক্ষতিগ্রস্ত কৃষকেরা।

এ বিষয়ে নালিতাবাড়ী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা বছির আহমেদ বাদল জানান, অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

উল্লেখ্য, চলতি ডিসেম্বরের প্রথমদিকে উপজেলার কাপাশিয়া এলাকা থেকে অপর কৃষকের ৬টি বিদেশি জাতের গরু চুরি করে নিয়ে যায় সংঘবদ্ধ চোরচক্র।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন