শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

সরিষাবাড়ীতে ঘটনা দুর্ঘটনার মধ্য দিয়ে ইউপি নির্বাচন সম্পন্ন, আহত শতাধিক

সরিষাবাড়ী(জামালপুর) সংবাদদাতা | প্রকাশের সময় : ২৬ ডিসেম্বর, ২০২১, ৯:৪০ পিএম

জামালপুরের সরিষাবাড়ীতে ৪র্থ দফা ইউপি নির্বাচনকে কেন্দ্র করে দফায় দফায় সংঘর্ষ আহতের মধ্য দিয়ে নির্বাচন সম্পন্ন হয়। বিভিন্ন কেন্দ্র পরিদর্শনের প্রাপ্ত তথ্য থেকে জানা যায়,এবার ৪র্থ দফায় সরিষাবাড়ীর ৮টি ইউনিয়নের মধ্যে ৭টি ইউনিয়নের ৯২টি কেন্দ্রে ভোট অনুষ্ঠিত হয়। আর সব কটি ইউনিয়নে চেয়ারম্যান পদে ইচ্ছায় অনিচ্ছায় ৭জনই নৌকার প্রার্থী বিজয়ী হয়। চেয়ারম্যান প্রার্থীদের বাড়ী ঘরে হামলা ভাংচুর অগ্নিসংযোগ সহ অবরোধের ঘটনাও ঘটে। এদিকে রোব্বার নির্বাচনের দিন ইউপি সদস্য নির্বাচিত নিয়ে নির্বাচন পরিচালনা কর্মকর্তাদের সহায়তায় ভাটারার ভেবলাতে ভোট কারচুপি, মহাদানের করবাড়ীতে ভোট ডাকাতি, পোগলদীঘার কান্দার পাড়া, ভাটারার বারই পটল ও ফুলদহে ভোট চুরি মত ঘটনার অভিযোগ উঠেছে। এসব অভিযোগের ব্যাপারে স্ব স্ব ভোট কেন্দ্রের দায়িত্বরত কর্মকর্তা কর্মচারীদের সাথে কথা বলতে চাইলে তারা মুখ খুলতে অপারগতা প্রকাশ করে। এ ব্যাপারে সরিষাবাড়ী উপজেলা রির্টানং অফিসার উপজেলা নির্বাচন অফিসার উপমা ফারিসার সাথে কথা বলতে গেলে তিনি ব্যস্থ থাকায় কথা বলা সম্ভব হয়নি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন