শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

সাতক্ষীরায় ১০ টির মধ্যে ৭ টিতে নৌকার ভরাডুবি

চতুর্থ ধাপের ইউপি নির্বাচনে

সাতক্ষীরা জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৬ ডিসেম্বর, ২০২১, ১০:১৭ পিএম

চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচন রোববার (২৬ ডিসেম্বর) অনুষ্ঠিত হয়েছে সাতক্ষীরার ১০ টি ইউনিয়নে। এরমধ্যে শ্যামনগর উপজেলায় ৯ টি। আর তালা উপজেলার একটি।


১০ ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামীলীগের নৌকা প্রতিকের তিন জন ও বাকী ৭ জনস্বতন্ত্র প্রার্থী বেসরকারী ভাবে জয়লাভ করেছেন।
এর মধ্যে শ্যামনগর উপজেলার ৯ ইউনিয়নের মধ্যে ২টিতে আওয়ামীলীগ ও ৭টিতে স্বতন্ত্র প্রার্থী জয়ী হয়েছে।
অপরদিকে, তালা উপজেলার কুমরিা ইউনিয়নে আওয়ামীলীগ মনোনীত নৌকার প্রার্থী জয়লাভ করেছেন।
বেসরকারিভাবে নির্বাচিত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা হলেন, শ্যামনগর উপজেলার কাশিমাড়ী ইউনিয়নে আওয়ামীলীগের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী গাজী আনিছুজ্জামান আনিচ, নুরনগর ইউনিয়নে আওয়ামীলীগ দলীয় প্রার্থী বর্তমান চেয়ারম্যান বখতিয়ার আহমেদ, কৈখালীতে স্বতন্ত্র প্রার্থী বর্তমান চেয়ারম্যান আব্দুর রহিম, দ্বীপ ইউনিয়ন গাবুরায় স্বতন্ত্র প্রার্থী বিএনপি নেতা জি এম মাসুদুল আলম, বুড়িগোয়ালীনি ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী জামায়াত সমর্থিত হাজী নজরুল ইসলাম, রমজাননগর ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী শেখ আল মামুন, পদ্মপুকুর ইউনিয়নে বিএনপি নেতা স্বতন্ত্র প্রার্থী মোঃ আমজাদুল ইসলাম, আটুলিয়া ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী আওয়ামীলীগ বিদ্রোহী আবু সালেহ, মুন্সিগঞ্জ ইউনিয়নে আওয়ামীলীগ সমর্থিত নৌকার প্রার্থী অসীম কুমার মৃধা।
আর তালা উপজেলার কুমিরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শেখ আজিজুর ইসলাম জয়লাভ করেছেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন