ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলায় চতুর্থ ধাপে ৭ টি ইউপি নির্বাচনে নৌকা - ৪ ও স্বতন্ত্র -৩ চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।এদের মধ্যে পক্ষিয়া ইউনিয়নে (স্বতন্ত্র) প্রার্থী চশমার আলাউদ্দিন, টবগী ইউনিয়নে (স্বতন্ত্র) প্রার্থী অটো রিস্কা, জসিম হাওলাদার, দেউলা ইউনিয়নে (স্বতন্ত্র) প্রার্থী আনারস আসাদুজ্জামান বাবুল, হাসান নগর ইউনিয়নে আওয়ামী লীগ প্রার্থী (নৌকা) আবেদ চৌধুরী বড় মানিকা ইউনিয়নে আওয়ামী লীগ প্রার্থী (নৌকা) জসিম হাওলাদার, কুতুবা ইউনিয়নে আওয়ামী লীগ প্রার্থী (নৌকা) জোবায়েদ মিয়া, কাচিয়া ইউনিয়নে আওয়ামী লীগ প্রার্থী (নৌকা) মার্কার আঃ রব কাজী বেসরকারী ভাবে নিবাচিত হয়েছেন বলে জানিয়েছেন উপজেলা নির্বাচন কর্মকর্তা।উল্ল্যেখযোগ্য তেমন কোন ঘটনা ছাড়াই প্রশাসনের কঠোর নিরাপত্তার মাঝে শান্তিপূর্ন ভাবে রবিবার সকাল ৮ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত এ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। বিভিন্ন ভোট কেন্দ্রে গিয়ে ভোটারদের সাথে কথা বলে জানা যায় দীর্ঘ বছর পর তারা নিরাপদে ভোট দিতে পেরে অনেক খুশি। প্রত্যেক কেন্দ্রে ভোটার উপস্থিতি ছিল অনেক।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন