শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভ্যন্তরীণ

গাজীপুরে চুক্তিনামা ফেরত না দিয়ে হুমকি থানায় জিডি

গাজীপুর জেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ২৯ ডিসেম্বর, ২০২১, ১২:০২ এএম

গাজীপুরে দোকান ভাড়ার চুক্তিনামা ফেরত না দিয়ে মালিককে হুমকি ও মিথ্যা সংবাদ প্রকাশ করে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার অভিযোগ এনে থানায় ৩ জনের নামে বাসন থানায় জিডি করেছেন ঝর্না তানভীর নামে এক নারী। এ ব্যাপারে তার স্বামী তানভীর সিরাজ গাজীপুর প্রেসক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদককে বিষয়টি জানিয়ে এর প্রতিকার দাবি করেন।
গাজীপুর মহানগরীর বাসন থানায় দায়ের করা জিডিতে তিনি উল্লেখ করেছেন যে, আব্দুল মান্নান প্রামানিক নামে এক ব্যক্তি তাদের মার্কেটে দোকান ভাড়া নিয়ে কাপড়ের ব্যবসা শুরু করেন। মার্কেটে অন্যান্য দোকানদারদের সাথে খারাপ আচরণ করাসহ মার্কেটের নিয়ম-কানুন না মানার কারণে তার স্বামী মান্নান প্রামানিককে দোকান ছেড়ে দেয়ার নোটিশ প্রদান করেন। এরপর মান্নান প্রামানিক দোকান ছেড়ে দেয়। কিন্তু দোকান ভাড়ার চুক্তিনামা ফেরত না দিয়ে সময় কাল ক্ষেপন করতে থাকেন। থানায় করা সাধারণ ডায়রিতে তিনি আরো উল্লেখ করেন যে, ২নং বিবাদী মেহেদী হাসান বিভিন্ন মোবাইল নম্বর থেকে ফোন করে নিজেকে একেক সময় একেক পত্রিকার সাংবাদিক ও সম্পাদক পরিচয় দিয়ে তার স্বামীকে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং স্বামীসহ পরিবারের লোকজনদের সম্মান হানি করাসহ জানমালের বড় ধরনের ক্ষতি সাধন করবে বলে হুমকি প্রদান করে। ৩নং বিবাদী মোখলেছুর রহমান মাসুম গত ২২ ডিসেম্বর ফোন করে গালিগালাজ ও হুমকি প্রদান করেন।
এ বিষয়ে বাসন থানার ওসি মালেক খসরু খান বলেন, বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন