শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভ্যন্তরীণ

হাজীগঞ্জে বিটিসিএলের সম্পত্তিতে ফসলের হাসি

প্রকাশের সময় : ২৮ অক্টোবর, ২০১৬, ১২:০০ এএম

কামরুজ্জামান টুটুল, হাজীগঞ্জ (চাঁদপুর) থেকে : চাঁদপুরের হাজীগঞ্জের বিটিসিএল ডিজিটাল লাইনের অবস্থা বড়ই করুণ বলে অভিযোগ উঠেছে। যৎসামান্য লাইন অর্থাৎ সরকারের গুরুত্বপূর্ণ অল্প কয়েকটি লাইন চালু ব্যতীত বাকি সকল লাইন দীর্ঘদিন বিকল বা অচল হয়ে রয়েছে। বলাখাল এলাকায় থাকা এই এক্সচেঞ্জটি ল্যান্ড ফোন বিভাগ ছাড়া সম্পত্তি অংশ দেখাশোনা করে বিটিসিএলের মাইক্রোওয়েভ শাখা। মাইক্রোওয়েভ শাখার নিয়ন্ত্রণাধীন বিটিসিএলের প্রায় কোটি টাকার সম্পত্তিতে স্থানীয়রা চাষাবাদ করছেন। সীমানা প্রাচীর না থাকা ও জনগণ ভেতর এলাকায় চাষাবাদ করার কারণে যে কোনো সময় টাওয়ারকেন্দ্রিক স্থানে নাশকতার সম্ভাবনা স্থানীয়রা উড়িয়ে দিচ্ছেন না। সম্প্রতি সরেজমিনে বলাখাল গেলে দেখা যায়, বলাখাল টেলিফোন এক্সচেঞ্জটি বর্তমানে একেবারে নাজুক অবস্থায় রয়েছে। টাওয়ারের পশ্চিম অংশে সীমানা প্রাচীরের কাঁটাতার অনেক আগে নষ্ট হয়ে পিলারগুলো বাঁকা-ত্যাড়া হয়ে রয়েছে। পিলারের ভেতরের পুরো অংশে বেশ কয়েক বছর ধরে স্থানীরা চাষাবাদ করছেন কোনো ধরনের ঝামেলা ছাড়া। পূর্ব অংশের সীমানা প্রাচীর চোখে পড়েনি। সামনের প্রধান লোহার গেটটি রয়েছে দিনে রাতে তালা খোলা অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। গেট ডিঙ্গিয়ে সামনে এগুলে পশ্চিম পাশে ভাঙা ভবন পড়ে রয়েছে। ভেতরের মূল সড়কটি নষ্ট হয়ে গেছে অনেক আগে। স্টাফ কোয়ার্টারের অবস্থা একেবারে নাজুক। এক কথায় বলাখাল টাওয়ার বা টাওয়ার সংশ্লিষ্ট কোনো কিছুরই নিরাপত্তা ব্যবস্থা নেই আর রয়েছে জীর্ণশীর্ণ হয়ে। জানা যায়, এই এক্সচেঞ্জটি অ্যানালগ থেকে ২০০৬ সালে ডিজিটাল লাইনে রূপান্তর উদ্বোধন করেন তৎকালীন সংসদ সদস্য এমএ মতিন। ডিজিটাল লাইন চালু করার সময় ১ হাজার ৮টি সংযোগ দেয়া হয়। যা ধীরে ধীরে কমে এসে বর্তমানে ১৯০টি সংযোগ চালু রয়েছে। এই ১৯০টি সংযোগ চালু রয়েছে এমন দাবি সংশ্লিষ্টদের। আর জমি ও মাইক্রোওয়েভ শাখার বিষয়টি দেখে কুমিল্লা বিটিবিএল অফিস। বলাখাল বিটিসিএল এক্সচেঞ্জ অফিস সূত্রে জানা যায়, চাঁদপুর কুমিল্লা মহাসড়কের পাশে হাজীগঞ্জ পৌর এলাকার বলাখালে রয়েছে এই এক্সচেঞ্জটি। সাবেক টিএনটি ও বর্তমান বাংলাদেশ টেলিফোন কোম্পানি লিমিটেড (বিটিসিএল)এর নিয়ন্ত্রণাধীন হাজীগঞ্জে রয়েছে একটি এক্সচেঞ্জ। কয়েক দশক আগে স্থাপনকৃত এক্সচেঞ্জটিকে বর্তমান সময়ে দুটি ভাগে ভাগ করা হয়েছে। এর মধ্যে একটি অংশ টেলিফোন (ল্যান্ডফোন) শাখা আরেকটি হচ্ছে মাইক্রোওয়েভ (টাওয়ার) শাখা। বলাখালের মাইক্রোওয়েবের টাওয়ারের মধ্যে টেলিটকের বেশ কয়েকটি এন্টেনা ছাড়া তেমন কোনো কাজ এখান থেকে পরিচালিত হয় না। বিশেষ করে বিটিসিএলের লাইন ফাইবার অপটিক্যাল ক্যাবলে চলে যাওয়ার পর থেকে। তবে বর্তমানে ইউনিয়ন পরিষদের নিয়ন্ত্রণে থাকা ডিজিটাল সেন্টারের জন্য যে সকল ক্যাবল বসানোর কাজ শেষ হয়েছে সেই সকল কাজগুলো ফাইবারের মাধ্যমে এখান থেকে নিয়ন্ত্রণ করা হবে। এই অফিসের জনবল কম, লাইনম্যান সংকট, ক্যাবল নেই। হাজীগঞ্জে আলীগঞ্জস্থ হযরত মাদ্দাহ্ খাঁ (র.) মুতওয়াল্লি কাজী খায়রুল আলম পারভেজ জানান, আমার এখানে ল্যান্ডফোনের সংযোগ রয়েছে কিন্তু লাইনে ডিস্টার্ব থাকার কারণে তা ব্যবহার করা যাচ্ছে না। অপর এক প্রশ্নে তিনি জানান, মাসে মাসে সর্বনি¤œ বিল আমাকে দিতে হয়। বলাখাল জেএন উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ আবু তাহের জানান, দীর্ঘদিন ধরে আমাদের সংযোগটি বন্ধ রয়েছে আবার মাসে মাসে বিলও আসতেছে। লাইন নষ্ট কিন্তু বিল গুনতে হচ্ছে এ কেমন বিষয়। উপ-সহকারী প্রকৌশলী (চাঁদপুর) মজিবুর রহমান ফোনে ইনকিলাবকে জানান, জনবল না থাকার কারণে অনেক সংযোগ কমে গেছে। তবে বর্তমানে আমাদের ১৯০টি সংযোগ হাজীগঞ্জে চালু রয়েছে। চালুগুলোর মধ্যে লোকবল না থাকার কারণে যথাসময় মেরামত করা সম্ভব হচ্ছে না। উপ-বিভাগীয় প্রকৌশলী (কুমিল্লা) মনির হোসেন মজুমদারের সাথে মুঠোফোনে এ বিষয় কথা হলে তিনি জানান, বলাখাল এলাকায় আমাদের প্রায় ৬ একর সম্পত্তি রয়েছে। অপর এক প্রশ্নে এই কর্মকর্তা বলেন, আসলে আমরা চাষাবাদের জন্য কাউকে জমি দিইনি। আর বাউন্ডারির বিষয়ে বলতে গেলে আমি আসলে এই অংশটির দায়িত্ব নতুন করে পেয়েছি তাই জেনে ব্যবস্থা নেব।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন