হাইকোর্ট বিভাগের কয়েকজন বিচারপতি করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। গত মাসের শেষ দিকে তারা করোনা আক্রান্ত হন। গতকাল শনিবার নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে এ তথ্য। আক্রান্ত বিচারপতিদের মধ্যে হাইকোর্ট বিভাগের বিচারপতি আ. ন. ম. বশিরউল্লাহ এবং বিচারপতি খিজির আহমেদ চৌধুরী রয়েছেন। তারা দু’জনেই রাজধানীর গ্রীণলাইফ হাসপাতালে ভর্তি রয়েছেন।
আদালত সংশ্লিষ্ট অপর একটি সূত্র জানায়, গত সপ্তায় হাইকোর্ট বিভাগের অন্তত : ৪ জন বিচারপতি করোনা আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছেন।
এ বিষয়ে জানতে চাইলে সুপ্রিম কোর্টের স্পেশাল অফিসার ব্যারিস্টার মোহাম্মদ সাইফুর রহমান গতকাল শনিবার বলেন, প্রথমোক্ত দু’জন বিচারপতি গত ২৮ ডিসেম্বর থেকে হাসপাতালে ভর্তি রয়েছেন। টেস্টে তাদের কোভিড ধরা পড়ে। তাদের শারীরীক অবস্থা এখন ভালো।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন